আজকাল ওয়েবডেস্ক: ভারতের সাইবার সিকিউরিটি ওয়াচডগ সিইআরটি বিরাট সতর্কতা জারি করল। তাদের জারি করা সতর্কতা অনলাইন লেনদেনের ক্ষেত্রেও বিরাট প্রভাব ফেলতে চলেছে। তারা জানিয়ে দিয়েছে প্রায় ১৬ বিলিয়ন লগইন ইতিমধ্যে লিক হয়ে গিয়েছে। এগুলি সবই সামাজিক মাধ্যম থেকে লিক হয়েছে।
অ্যাপেল, গুগল, ফেসবুক, টেলিগ্রাম, গিটহাব থেকে এই পাসওয়ার্ডগুলি লিক হয়েছে। শুধু পাসওয়ার্ড নয়। লিক হয়েছে ইউজারনেম, কুকিসও। ফলে এটা আগামীদিনে বড় সাইবার হানার একটি দিক বলেই মনে করা হচ্ছে। সাইবার অপরাধীরা এই ধরণের পাসওয়ার্ড থেকে সমস্ত কিছু করতে পারে বলেই সতর্কতা জারি করা হয়েছে। একটি বিশেষ সফটওয়ার ব্যবহার করে এই কাজটি করা হয়েছে বলেই খবর মিলেছে।
এই অবস্থা থেকে বাঁচতে আপনি কী করতে পারেন এবার দেখে নিন
নিজের পাসওয়ার্ড দ্রুত আপডেট করে নিন।
ব্যাঙ্ক, সামাজিক মাধ্যম, সরকারি পোর্টালে কঠিন পাসওয়ার্ড ব্যবহার করা দরকার।
এমন পাসওয়ার্ড রাখুন যেটা হবে একেবারে আলাদা।
শব্দ, নম্বর এবং চিহ্নযুক্ত পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন।
বারে বারে লগ ইন করা বন্ধ করুন।
হঠাৎ করে আসা কোনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না।
পাসওয়ার্ড যত শক্ত রাখবেন ততই আপনার সুবিধা হবে।
সাধারণত হ্যাকাররা দ্রুত নিজেদের কাজ করতে পছন্দ করে। তবে আপনি কোনও লেনদেনের ক্ষেত্রে একেবারে তাড়া করবেন না। সেখানে আপনার আর্থিক ক্ষতি বেশি হবে। নিজের সামাজিক মাধ্যমের পাসওয়ার্ডকে দ্রুত পালটে নিন। সেখানে জটিল পাসওয়ার্ড দিন। নাহলে আপনার লগ ইন ব্যবহার করে নানা ধরণের কাজ করতে পারে হ্যাকাররা।
সামনে থেকে যুদ্ধের পরিবর্তে হ্যাকাররা এখন এই ধরণের যুদ্ধ করতে পটু। তাদের হাতে একবার আপনার গোপন তথ্য চলে গেলে সেখান থেকে আপনার বড় ক্ষতি হতে পারে। সেখানে নিজেকে বাঁচিয়ে আপনি চলুন। তাই দ্রুত বদলে ফেলুন নিজের পাসওয়ার্ড। নাহলে আপনার সঙ্গেও ঘটতে পারে বিরাট বিপদ।
