আজকাল ওয়েবডেস্ক: একটি রিপোর্ট, আর তাতেই উঠে এল একের পর এক তথ্য। যেমন জানা গেল, ধনীর তালিকায় মুকেশ আম্বানিকে পিছনে ফেলেছেন গৌতম আদানি, তেমনই আবার জানা গেল, চিনকে পিছনে ফেলল ভারত। Hurun India Rich List-এর তথ্য অনুযায়ী, বেজিংয়ের থেকে অনেক বেশি কোটিপতির বাস ভারতের মুম্বইয়ে। এটিই এখন 'বিলিয়নিয়ার ক্যাপিটাল অফ এশিয়া'।
তথ্য বলছে, মুম্বই সাম্প্রতিক সময়ে অন্তত ৫৮ জন কোটিপতির আর্থিক সম্পত্তি বৃদ্ধির সাক্ষী। এই মুহূর্তে সেখানে কোটিপতির সংখ্যাও বিপুল। শুধু কোটিপতিদের জায়গা বলেই নয়, সমীক্ষার তথ্য বলছে, মুম্বই এই মুহূর্তে বহু মানুষের পছন্দের এক নম্বর জায়গা।
সমীক্ষা বলছে, দিল্লি, হায়দরাবাদ ছাড়িয়ে মানুষ এখন পছন্দের জায়গা হিসেবে বাণিজ্য নগরীকেই বেছে নিচ্ছেন। তথ্য অনুযায়ী, দিল্লির তালিকায় যুক্ত হয়েছে ১৮ জন কোটিপতির নাম, অন্যদিকে হায়দরাবাদের নতুন কোটিপতি ১৭ জন। কোটিপতির বসবাসের নিরিখে দেশের সেরা দশ শহরের মধ্যে রয়েছে চেন্নাই, কলকাতা, আমেদাবাদ, পুনে, সুরাট। কলকাতার মোট কোটিপতির সংখ্যা ৬৯, চেন্নাইয়ে ৮২, আবেদাবাদে ৬৭, হায়দরাবাদে ১০৪, দিল্লিতে ২১৭ এবং মুম্বইয়ে ৩৮৬।
