আজকাল ওয়েবডেস্ক: অসম ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেসের এস-৪ কামরায় বিকেল গড়িয়ে সন্ধে নামছে। ট্রেন ছুটছে পূবের পথে, হঠাৎই চিৎকারে ফেটে পড়ল কামরা, এক আট মাসের শিশুর শ্বাস বন্ধ! মুহূর্তের মধ্যেই অচেতন হয়ে পড়ল শিশুটি। মা ভেবে বসেন সন্তান আর বাঁচবে না, নিজেও অজ্ঞান হয়ে পড়েন। যাত্রীরা কেউ জল ছিটাচ্ছেন, কেউ ডাকছেন, 'কোনও ডাক্তার আছেন কি ট্রেনে?'
ঠিক সেই সময়ই, এক যাত্রী উঠে দাঁড়ালেন ইউনিফর্ম না থাকলেও চোখে মুখে স্পষ্ট দৃঢ়তা। তিনি ভারতীয় সেনার 'সেপ' (অ্যাম্বুলেন্স সহকারী) সুনীল, ৪৫৬ ফিল্ড হাসপাতালের সদস্য, যিনি ছুটি শেষে ইউনিটে ফেরার পথে ছিলেন। নিজের পরিচয় না দিয়েই তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান, শিশুটিকে কোলে তুলে নেন। দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে বুঝে ফেলেন, শিশুটির না আছে নাড়ি, না আছে শ্বাস।
তিনি সঙ্গে সঙ্গে শিশুটিকে সমতল জায়গায় শুইয়ে দিয়ে শুরু করেন শিশুর সিপিআর (Paediatric CPR)। দুই আঙুলে বুকে চাপ দেন, মুখে মুখ দিয়ে দেন শ্বাস। কামরায় নিঃশব্দ টানটান উত্তেজনা। মিনিটখানেক পর সিপিআর সঠিক পাওয়ার কারণে শিশুটি নড়ে ওঠে, ছোট্ট বুকে ধীরে ধীরে ফিরে আসে শ্বাস-প্রশ্বাস।
আরও পড়ুন: ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ বানাচ্ছে চীন, পাল্টা সাড়ে ছ’লক্ষ কোটি টাকা খরচে কী করতে চায় ভারত
ট্রেন জুড়ে তখন হাততালির গর্জন। কেউ বলছেন, 'ঈশ্বরের দূত!', কেউ আবার শিশুটির মাথায় হাত বুলিয়ে কাঁদছেন আনন্দে। কিন্তু সুনীল থামেননি, তিনি সঙ্গে সঙ্গে ট্রেনের টিটিই এবং রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে রঙিয়া স্টেশনে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করেন।
রেল কর্তৃপক্ষ পরে জানিয়েছে, শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ। পরিবারের তরফে জানানো হয়েছে, 'ওই সেনা জওয়ান না থাকলে আজ আমাদের সন্তান বাঁচত না।'
আরও পড়ুন: পাঞ্জাবে গরিব রথ এক্সপ্রেসে আগুন, ভস্মীভূত বেশ কয়েকটি কামরা, আতঙ্কে যাত্রীরা
৪৫৬ ফিল্ড হাসপাতালের এই সেপ সুনীলের দ্রুত সিদ্ধান্ত, চিকিৎসা দক্ষতা এবং নিঃস্বার্থ মানবিকতার গল্প এখন ভাইরাল। সামরিক প্রশিক্ষণ তাঁকে শুধু যুদ্ধক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি সংকটে প্রস্তুত রেখেছে।
রেল যাত্রায় যখন সবার চোখে আতঙ্ক, তখন এক জওয়ানের ঠান্ডা মাথা ও নিষ্ঠা প্রমাণ করল, সেনারা শুধু দেশের সীমানা রক্ষা করেন না, তাঁরা জীবনের সীমানাও বাড়িয়ে দেন।
আরও পড়ুন: সকাল থেকেই চম্পাহাটির বাজি বাজারে হৈচৈ, সব বাজি ছেড়ে লোকে খোঁজ করছে ‘ময়ুর’ এবং ‘বিড়ি’ বাজি
বলাবাহুল্য, রাজধানী এক্সপ্রেসে সিপিআর দিয়ে নবজাতকের প্রাণ ফেরালেন সেনা অ্যাম্বুলেন্স সহকারী সুনীল — এক নিঃস্বার্থ বীরের অনবদ্য দৃষ্টান্ত!
