আজকাল ওয়েবডেস্ক: ভারতের স্মার্টফোনের বাজারে যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে রিলায়েন্স জিও। কয়েকদিনের মধ্যেই জলের দরে ফাইভ-জি ফোন নিয়ে আসছে জিও। বলা হচ্ছে আধুনিক স্পেসিফিকেশন এবং সাশ্রয়ী মূল্যে কোটি কোটি ভারতবাসী ব্যবহার করতে পারবে ফাইভ-জি। সূত্রের খবর, জিও ভারত ৫জি স্মার্টফোনের দাম রাখা হতে পারে ৪,৯৯৯ থেকে ৫,৯৯৯ টাকার মধ্যে। এমনকি, বিশেষ ছাড়ে এই ফোনটি ৩,৯৯৯ টাকাতেও কিনতে পারবেন অনেকে।
ক্রেতাদের জন্য থাকবে ইএমআইয়ের সুবিধা যা শুরু হবে মাত্র ৯৯৯ টাকা থেকে। অনুমান করা হচ্ছে, ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতে এই ফোন লঞ্চ করা হতে পারে।। ফোনটিতে ৫.৩ ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে, ৭২০x১৯২০ পিক্সেল রেজোলিউশন, ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মিডিয়াটেক ৬২০০ প্রসেসর থাকছে এই জিও ফাইভ-জি ফোনে। বিভিন্ন স্টোরেজ সিস্টেমে পাওয়া যাবে এই ফাইভ-জি ফোন।
৬জিবি ব়্যাম+ ৬৪জিবি স্টোরেজ, ৬জিবি ব়্যাম+ ১২৮জিবি স্টোরেজ, ৮জিবি ব়্যাম+ ১২৮জিবি স্টোরেজে মিলবে জিও ভারতের এই ভারত। ডিভাইসটিতে থাকবে ৭১০০mAh ব্যাটারি যার ফলে ফোন স্বাভাবিক ব্যবহার করলে একটা দিন সহজেই চালিয়ে নেওয়া যাবে। এমনকি রয়েছে ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থাও। ১০৮MP প্রাইমারি ক্যামেরা, ১২ মেগা পিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, পাঁচ মেগা পিক্সেল পোর্ট্রেট লেন্স এবং সেলফির জন্য থাকছে ১৩ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ভারতে স্মার্টফোন এবং ফাইভ-জি কানেকশনের বিচারে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ এনেছে জিও। বিশেষজ্ঞদের মতে, জিও ভারত ফাইভ-জি বাজারে আসলে তা অন্যান্য কোম্পানিগুলিকে নতুন করে ভাবতে সাহায্য করবে।
