আজকাল ওয়েবডেস্ক:  বাড়ির আশেপাশে প্লাস্টিকের ব্যাগ ফেলে দেন। এটাই আমাদের সকলের কাজ। কিন্তু নিজের অজান্তেই ডেকে নিয়ে আসছি ভয়ানক বিপদ। সমীক্ষা থেকে দেখা গিয়েছে গোটা বিশ্বের সঙ্গে তাল রেখে ভারত বর্তমানে প্লাস্টিক দূষণে সবথেকে বেশি এগিয়ে রয়েছে। এখনই যদি সাবধান না হওয়া যায় তবে এখান থেকে ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব হয়ে যাবে।

 

মাটিতে যত পরিমান প্লাস্টিকের ব্যাগ ফেলতে থাকবেন মাটির উর্বরতা শক্তি তত কমতে থাকবে। মাটির ক্ষয় কেউ আটকাতে পারবে না। গত সপ্তাহে নেচার পত্রিকায় প্রকাশিত তথ্য অনুসারে দেখা গিয়েছে ভারতে প্রতি বছর ৯ দশমিক ৩ মিলিয়ন টন প্লাস্টিক দূষণ হয়। এই দূষণের হার নাইজেরিয়া, ইন্দোনেশিয়া এমনকি চিনের থেকেও বেশি। ভারতে প্রতি বছর ৫.৮ মিলিয়ন টন প্লাস্টিক পুড়িয়ে ফেলা হয়। তারপরও আরও ৩.৫ মিলিয়ন টন প্লাস্টিক বাকি থেকে যাচ্ছে।

 

এরফলে ভারতের জমি, বায়ু, জল সবই দূষণের করাল গ্রাসে পড়ছে। ভারতে যে পরিমান জনসংখ্যা রয়েছে সেখানে আগামীদিনে ভারত হতে পারে প্লাস্টিক দূষণের পাওয়ার হাউস। লিড বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে দেখা গিয়েছে বিশ্বজুড়ে সারা বছর ২৫১ মিলিয়ন টন প্লাস্টিক দূষণ হয়। এরফলে বাতাসে মিশছে টক্সিক গ্যাস।

 

বিশ্বের অন্যতম ধনী দেশ যেমন আমেরিকা, জার্মানি প্রতি বছর প্লাস্টিক দূষণ করে। কিন্তু তারা কখনই একে আয়ত্ত্বের বাইরে যেতে দেয় না। সেদিক থেকে দেখতে হলে ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়ার মত দেখে প্লাস্টিক দূষণ প্রতিদিনই বাড়ছে। এখনই যদি ভারতের মত জনবহুল দেশে প্লাস্টিকের ব্যবহার করা না যায় তবে এরপর প্লাস্টিকের সমুদ্রে হয়তো ভারতবাসীকে হাবুডুবু খেতে হবে।