আজকাল ওয়েবডেস্ক: ভারতে এখন আর খাবারের অভাব নেই। খাবার এখানে প্রয়োজনের তুলনায় বেশি। এবার বিশ্বকে খাবার রপ্তানি করবে ভারত। শনিবার এমনটাই জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দেশের পূর্বের মত অবস্থা এখন আর নেই। চলতি বছরের বাজেটে যে খতিয়ান তুলে ধরা হয়েছে সেখান থেকেই স্পষ্ট ভারত খাদ্য উৎপাদনে আত্মনির্ভর হয়েছে। দেশের মানুষের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে। তাই এবার বিশ্বের দরবারে খাবার পৌঁছনোর কাজ শুরু করবে ভারত। এরফলে ভারতের কৃষকরা আরও বেশি উপকৃত হবেন।

দেশের কৃষকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সরারি লাভ পাচ্ছেন কৃষকরা। তাই নিজেদের উন্নতির পথে তারা এখন দ্রুত অগ্রসর হতে পারছেন। ফলে কৃষকদের উন্নতির পাশাপাশি দেশে কৃষিজাত পণ্যের উৎপাদন আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এবার ভারতকে বিশ্ববন্ধু হতে হবে। তবেই ভারত নিজের আর্থিক পরিস্থিতি শুধরাতে পারবে।


দেশের আর্থিক পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন উন্নতির পথে এগিয়ে চলেছে। এর পিছনে সবার থেকে বেশি অবদান রয়েছে কৃষকদের। তাই এবার ভারত উন্নতির পথে আরও এগিয়ে যাবে। দেশের যে সমস্ত কৃষকদের স্বল্প জমি রয়েছে তারা যাতে আগামীদিনে বেশি জমিতে চাষ করতে পারে সেদিকে চিন্তাভাবনা করছে কেন্দ্র সরকার।