আজকাল ওয়েবডেস্ক: ভারতীয়দের কাছে গর্বের মুহূর্ত। ২০২৫ সালের নুম্বেও নিরাপত্তা সূচক অনুসারে, নিরাপত্তার নিরিখে বিশ্বের অন্যতম দুই উন্নত রাষ্ট্র আমেরিকা ও ব্রিটেনকে ছাপিয়ে গেল ভারত। কিন্তু, এ দেশের চেয়ে ঢের এগিয়ে চীন। এশিয়ায় 'ড্রাগনের দেশ'-ই সবচেয়ে নিরাপদ বলে সমীক্ষায় উঠে এসেছে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হল ইউরোপের ছোট্ট দেশ অ্যান্ডোরা।
বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জমা দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে নুম্বেও সূচক। সাধারণত- অপরাধের হার, দেশের নিরাপত্তা ব্যবস্থা, জনসাধারণের ধারণা, আইন প্রয়োগকারী সংস্থার উপর দেশবাসীর আস্থার ভিত্তি এবং ব্যক্তিগত নিরাপত্তা উদ্বেগ-সহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে নিরাপত্তা সংক্রান্ত এই মূল্যায়ন করা হয়। তবে, সরকারি পরিসংখ্যান থেকে এই সূচকে প্রদত্ত তথ্যে ফারাক থাকার সম্ভাবনা রয়েছে।
২০২৫ সালের নুম্বেও নিরাপত্তা সূচক অনুসারে, চীন ৭৬.০ নম্বর নিয়ে বিশ্বব্যাপী ১৫তম স্থান অর্জন করেছে। যা তার আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিপক্ষের তুলনায় অনেক এগিয়ে।
তালিকার অনেক নীচে থাকা সত্ত্বেও, ভারতে পারফর্ম্যান্স বেশ নজরকাড়া। ৫৫.৭ নম্বর নিয়ে ১৪৭টি দেশের মধ্যে ৬৬তম স্থানে রয়েছে ভারত। যা, ব্রিটেন (৮৭তম, ৫১.৭) এবং মার্কিন যুক্তরাষ্ট্র (৮৯তম, ৫০.৮) -কে ছাড়িয়ে গিয়েছে।
তবে, নিরাপত্তার নিরিখে শ্রীলঙ্কা ৫৯তম (নম্বর- ৫৭.৯) ও পাকিস্তান-এর ৬৫তম (নম্বর ৫৬.৩) চেয়ে পিছিয়ে ভারত। বাংলাদেশ ১২৬তম (নম্বর: ৩৮.৪) স্থানে রয়েছে।
২০২৫ সালের নুম্বেও নিরাপত্তা সূচক অনুসারে নিরাপদ রাষ্ট্রের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে ক্ষুদ্র ইউরোপীয় দেশ অ্যান্ডোরা। এ দেশের নম্বর ৮৪.৭। ফ্রান্স এবং স্পেনের মাঝখানে পাইরেনিস পর্বতমালায় অবস্থিত অ্যান্ডোরা-তে অপরাধের হার খুবই কম। এছাড়া জননিরাপত্তার বোধও অত্যন্ত বেশি। যা অ্যান্ডোরাকে বিশ্বের সবচেয়ে নিরাপদ রাষ্ট্রের তকমা পাওয়ার সহায়ক হয়েছে।
মধ্যপ্রাচ্যের তিনটি দেশ - সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমান বিশ্বের শীর্ষ পাঁচ নিরাপদ দেশের মধ্যে রয়েছে।
বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ (প্রথম ১০)-
১. অ্যান্ডোরা - ৮৪.৭
২. সংযুক্ত আরব আমিরাত - ৮৪.৫
৩. কাতার - ৮৪.২
৪. তাইওয়ান - ৮২.৯
৫. ওমান - ৮১.৭
৬. আইল অফ ম্যান - ৭৯.০
৭. হংকং (চীন) - ৭৮.৫
৮. আর্মেনিয়া - ৭৭.৯
৯. সিঙ্গাপুর - ৭৭.৪
১০. জাপান - ৭৭.১
সমীক্ষা অনুসারে বিশ্বের সবচেয়ে কম নিরাপদ দেশ হল ভেনেজুয়েলা, নিরাপত্তার স্কোর মাত্র ১৯.৩। সংঘাত, রাজনৈতিক অস্থিরতা এবং উচ্চ অপরাধের হারই এই দেশটির পিছিয়ে পড়ার কারণ বলে মনে করা হয়। প্রায় একই হাল- আফগানিস্তান, সিরিয়া এবং হাইতি-রও।
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ১০টি দেশ-
১ ভেনেজুয়েলা ১৯.৩
২ পাপুয়া নিউ গিনি ১৯.৭
৩ হাইতি ২১.১
৪ আফগানিস্তান ২৪.৯
৫ দক্ষিণ আফ্রিকা ২৫.৩
৬ হন্ডুরাস ২৮.০
৭ ত্রিনিদাদ ও টোবাগো ২৯.১
৮ সিরিয়া ৩১.৯
৯ জামাইকা ৩২.৬
১০ পেরু ৩২.৯
আরও পড়ুন- রোজগেরে হলে বিবাহবিচ্ছেদের পরে স্ত্রীর ভরণপোষণ পাওয়ার অধিকার আছে: বম্বে হাইকোর্ট
