আজকাল ওয়েবডেস্ক: ঘরে রাশি রাশি টাকা। সোনা এবং রুপোর গয়না। বেশ কয়েকটি বিদেশি গাড়ি। এর সঙ্গে তিনটি জ্যান্ত কুমির! মধ্যপ্রদেশে প্রাক্তন বিজেপি বিধায়ক হরবংশ সিংহ রাঠৌরের বাড়িতে হানা দিতে গিয়ে হতভম্ব আয়কর আধিকারিকরা। হরবংশের পাশাপাশি তাঁর ব্যবসায়িক বন্ধু তথা প্রাক্তন কাউন্সিলর রাজেশ কেশরওয়ানির বাড়িতে এদিন হানা দেয় আয়কর দপ্তর। বিধায়কের বাড়িতে ওই কুমিরগুলি কী উদ্দেশে রাখা ছিল? পোষার শখ না অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আয়কর দপ্তর সূত্রে খবর, হরবংশ এবং রাজেশের বিরুদ্ধে মোট ১৫৫ কোটি কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। দু'জনে এক সঙ্গে বিড়ির ব্যবসা করেন। একা রাজেশের বিরুদ্ধে ১৪০ কোটি কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁর বাড়ি থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন আয়কর আধিকারিকরা। প্রাক্তন বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ কোটি টাকা নগদ। বিপুল সোনা এবং রুপোর গয়নার পাশাপাশি বেশ কয়েকটি বিদেশি সংস্থার গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। বাড়ির আশেপাশে তল্লাশি চালানোর সময় একটি পুকুর নজরে পড়ে তদন্তকারীদের। সেই পুকুরের পাড়ে তিনটি কুমিরকে দেখে আঁতকে ওঠেন আধিকারিকরা। খোঁজ নিয়ে জানা যায়, কুমিরগুলি বিধায়কের নিজের। এর পরে খবর দেওয়া হয় বনদপ্তরকে। 

কেশওয়ানির বাড়ি থেকেও বেশ কয়েকটি বেনামী বিদেশী গাড়ি হদিশ মিলেছে। কোনওটিই কেশওয়ানি বা তাঁর পরিবারের কারও নামে নথিভুক্ত করা ছিল না। হরবংশ সাগর এলাকার একজন ব্যবসায়ী। ২০১৩ সালে সেখান থেকেই বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। তাঁর বাবা হরনাম সিং রাঠৌর মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রীও ছিলেন।