আজকাল ওয়েবডেস্ক : সোনা মহিলাদের সবথেকে প্রিয় একটি মূল্যবান ধাতু। সোনার গয়না পড়ে কোনও অনুষ্ঠানে যাওয়া মহিলাদের কাছে বাড়তি সম্মানের বিষয়। তাই সবার বাড়িতে সোনার গয়না থাকবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু আয়কর দপ্তরের নতুন নিয়মের কথা কী জানেন। সেখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কতটা সোনা আপনি নিজের ঘরে রাখতে পারেন।

 

আয়কর নিয়মের বাইরে গিয়ে যদি বাড়িতে অতিরিক্ত সোনা রাখেন তবে কিন্তু বিপদ। বাড়িতে যদি আয়কর হানা হয় তবে জরিমানা হতে পারে আপনার। শুধু বাড়ির মহিলারাই নয়, পুরুষদের ক্ষেত্রেও সোনা রাখার কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেগুলি যদি জানা না থাকে তবে পরে সমস্যা হতে পারে।

 

এবার জেনে নিন বাড়িতে কতটা সোনা রাখতে পারবেন। ভারতের আয়কর আইন অনুসারে একজন বিবাহিত মহিলা নিজের কাছে ৫০০ গ্রাম সোনা রাখতে পারেন। অন্যদিকে অবিবাহিত মহিলা ২৫০ গ্রাম সোনা রাখতে পারবেন। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে এই সোনা রাখার পরিমান রয়েছে ১০০ গ্রাম।

 

তবে এই খবর শুনে হতাশ হবেন না। যদি আপনার বাড়িতে যদি এই পরিমান সোনার থেকে বেশি সোনা থাকে তবে সেখানে আপনার কাছে প্রয়োজনীয় কাগজ থাকতে হবে। কোথা থেকে আপনি সোনা কিনেছেন তার উপযুক্ত তথ্য থাকতেই হবে আপনার কাছে। বাড়িতে সোনা রাখার ক্ষেত্রে কোনও কর দিতে হয় না। তবে যদি সেই সোনা আপনি বিক্রি করেন তবে আপনাকে অতি অবশ্যই কর দিয়েই সোনা বিক্রি করতে হবে।