আজকাল ওয়েবেডস্ক: সমাজকল্যাণ মূলক এই সংগঠনের উদ্বোধনের দিনে  সমাজের  বিশেষ বিশেষ মানুষের  উপস্থিতি দেখা যায়।  এই সংগঠনের মূল লক্ষ্য হল "জাতি, ধর্ম, ধর্ম বা বংশ নির্বিশেষে ঐক্য। 

সামাজিক কাজকর্ম করার উদ্যোগ নিয়ে এই সংগঠন চালু করা হয়েছে। এই সংগঠন  "সর্ব জন সমন্বয়" নীতিকে গ্রহণ  করেছে বলে জানিয়েছে। 
 
রবিবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন বেঙ্গালুরুর মানফো কনভেনশন সেন্টারে উত্তরণের  উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  দুপুর ১২:০০টায় শুরু হয়  অনুষ্ঠান। এর পর দুপুর ১২:৩০ টায় পুষ্পাঞ্জলি এবং হাতেখড়ির রীতি পালন করা হয়। পুজো শেষ হলে অথিতিদের  "মহাভোগ" পরিবেশন করা হয়।  এদিন  উদ্বোধনী অনুষ্ঠানে  ৫০০-রও বেশি মানুষ উপস্থিত ছিল ।  

সন্ধ্যা ৭  নাগাদ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শিশুরা তাঁদের প্রতিভা প্রদর্শন শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে প্যাডস্কেপ থিয়েটার গ্রুপ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। অনুষ্ঠানে  গায়ক সুনীল কোশি সঙ্গীত পরিবেশন করেন। 

এ দিন অনুষ্ঠানে বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথি আমন্ত্রিত ছিলেন ডঃ সাই কৌস্তভ দাশগুপ্ত, কর্ণাটক পুলিশের এডিজিপি - শ্রী সৌমেন্দু মুখার্জি, আইপিএস, পরিক্রমা হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রীমতী শুক্লা বোস।