আজকাল ওয়েবডেস্ক: নিঃসন্তান মহিলাদের অসহায়তার সুযোগ নিয়ে এবং পুরুষদের পিতৃত্বের স্বাদ দেওয়ার নাম করে নতুন ধরনের প্রতারণার হদিস মিলল বিহারে। ফাঁদ পাতা হত মূলত পুরুষদের উদ্দেশ্যে। এ রকমই প্রতারণা চক্রের তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজন নওয়াদা জেলার কাহুয়ারা গ্রাম থেকে এই চক্র চালাতেন। ধৃতদের নাম প্রিন্স রাজ, ভোলা কুমার এবং রাহুল কুমার। তাঁদের কাছ থেকে ছ'টি মোবাই উদ্ধার করা হয়েছে। সেই ফোনগুলি দিয়েই তাঁরা সকলের সঙ্গে যোগাযোগ করেছেন। মোবাইলগুলি থেকে বহু তথ্যও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রথমে তাঁরা ফেসবুকে বিজ্ঞাপন দিতেন। সেখানে লেখা থাকত 'অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব সার্ভিস'। এছাড়াও লেখা থাকত তাঁরা এসকর্ট পরিষেবাও দিয়ে থাকেন। সেই বিজ্ঞাপন দেখে কেউ ফোন করলে তাঁদের কাছে রেজিস্ট্রেশনের নাম করে প্যান কার্ড বা আধার কার্ডের তথ্য চাওয়া হত। এর পর একটি সেলফি চাও হত। এর পরেই আসল খেলা। রেজিস্ট্রেশন এবং হোটেল বুকিংয়ের নাম করে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা চাওয়া হত। টাকা অ্যাকাউন্টে ঢোকার পরেই ফাঁদে পড়া ব্যক্তির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন প্রতারকরা।
গত বছরের নভেম্বরে, বিহারে একই ধরণের একটি প্রতারণার খবর সামনে আসে যেখানে ফেসবুকে বেকার যুবকদের পিতৃত্বের বিনিময়ে সহজ অর্থ উপার্জনের প্রতিশ্রুতি দিয়ে নিশানা করা হয়েছিল। এই জালিয়াতি করতে পুরুষদের ভুয়ো সমাজমাধ্যমের পোস্ট দেখানো হত। দাবি করা হত, মহিলারা সম্পত্তি এবং বিপুল পরিমাণ টাকা দেবেন যদি তাঁরা ওই মহিলাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গর্ভবতী করতে পারেন। এর পরেই শুরু হত টাকার খেলা।
