আজকাল ওয়েবডেস্ক: এপ্রিলের প্রথম সপ্তাহেই রেকর্ড ভাঙা গরম। তাপমাত্রার পারদ ছাড়াল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর। চলতি সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে উত্তর ভারতের ২১টি শহরে। যার জেরে কমলা, লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি পাঁচ রাজ্যে স্বস্তির আবহাওয়াও থাকবে।
মৌসম ভবন সূত্রে খবর, গতকাল, রবিবার রাজস্থানের বারমেরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলের প্রথম সপ্তাহে যা রেকর্ড ছুঁয়েছে। পাশাপাশি উত্তর ভারতের মোট ২১টি শহরে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি।
চলতি সপ্তাহে দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। আপাতত এই রাজ্যগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতের একাধিক রাজ্যে মনোরম আবহাওয়া এবং স্বস্তির বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে টানা কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি সপ্তাহে তীব্র গরমের সম্ভাবনা নেই এই রাজ্যগুলিতে।
