আজকাল ওয়েবডেস্ক: চৈত্রের দহনে চরম অস্বস্তিতে সাধারণ মানুষ। তবে হাওয়া অফিস বলছে, এই সবে শুরু হল। এপ্রিল থেকে আগামী তিন মাস তীব্র গরম বজায় থাকবে‌। তাপমাত্রা থেকে শুরু করে তাপপ্রবাহের আশঙ্কা, সবটাই থাকবে স্বাভাবিকের তুলনায় বেশি। যার জেরে চলতি বছরে ভোগান্তি আরও বাড়বে। 

সম্প্রতি মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, চলতি বছরে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে‌। মূলত ১৬টি রাজ্যে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই রাজ্যগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকবে। স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে সর্বনিম্ন তাপমাত্রাও। 

মৌসম ভবনের তরফে আরও জানানো হয়েছে, এই তিন মাস পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং কর্নাটক ও তামিলনাড়ুর কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি দিন ধরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। 

সাধারণত গড়ে ৪ থেকে ৭ দিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকে। এবছর  উত্তর-পূর্ব ভারত, মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের অধিকাংশ এলাকায় স্বাভাবিকের চেয়ে ২-৪ দিন বেশি তাপপ্রবাহ চলতে পারে। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং ওড়িশা-সহ কিছু রাজ্যের কয়েকটি এলাকায় টানা ১০-১১ দিন তাপপ্রবাহ চলতে পারে বলে।