আজকাল ওয়েবডেস্ক: যদি কেউ মনে করে থাকেন যে ভিন গ্রহে গিয়ে বাড়ি করে থাকবেন তাহলে তার কাছে একটি ভাল খবর। আইআইটি মাদ্রাজ একটি নতুন ধরণের কাজ করেছে। এর সহায়তায় জল ছাড়াই তৈরি করা যাবে বাড়ি।
আইআইটি মাদ্রাজের একটি দল এমন ধরণের কনক্রিট তৈরি করেছেন যেটিকে জল ছাড়াই ব্যবহার করা যাবে। সেখানে কোনও সমস্যা হবে না। এই ধারণাটি তারা করেছে পৃথিবীর বাইরের গ্রহের জন্য। যদি সেখানে গিয়ে ঘরে করে থাকতে হয় তাহলে জল ছাড়াই সেখানে বাড়ি তৈরি করা যাবে। অতি দ্রুত তৈরি হয়ে যাবে এই বাড়ি।
এই টিমের এক সদস্য জানিয়েছেন, একটি মিশ্রণের মধ্যে দিয়ে তারা সালফারকে মিশিয়েছেন। এই দুটি মঙ্গলের মতো পরিবেশে অতি দ্রুত মিশে যায়। তবে পৃথিবীর ক্ষেত্রে এটি খাটবে না। একমাত্র যেখানে হাওয়া নেই সেখানেই এই মিশ্রণ কাজ করবে। ফলে অতি সহজে এটি দিয়ে ঘর তৈরি করে দেওয়া যাবে।
এখানেই শেষ নয়, এই টিমের পক্ষ থেকে একটি মাইক্রোগ্র্যাভিটি ড্রপ ওয়াটার তৈরি করা হয়েছে। এটি জিরো গ্রাভিটিতেও সমানভাবে কাজ করবে। ফলে মঙ্গলের মতো গ্রহে যদি জলের দরকার হয় তাহলে সেখানে জলের কাজ করতে পারবে এই ড্রপ ওয়াটার। প্রতি সময় একফোঁটা করে বেরিয়ে আসতে পারে এই জল।
বাতাস যেখানে থাকবে না সেখান থেকে যাতে সহজেই বাড়ি তৈরির কাজ করা যায় সেটিকে নজরে রাখতেই এই ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলকে টার্গেট করেই এই কাজ করা হয়েছে। আইআইটি মাদ্রাজের পক্ষ থেকে ইতিমধ্যে আমেরিকার গবেষণা সংস্থার সঙ্গে যোগাযোগ করে এবিষয়ে তাদের রায় জানতে চাওয়া হয়েছে। যদি সহজে তারা এটিকে পাস করে দেন তাহলে আগামীদিনে মহাকাশ গবেষণার দিক থেকে ভারতের নাম অনেক বেশি এগিয়ে যাবে। ভারতের মতো দেশ যে এমন একটি কাজ করতে পারে এটা দেখে অবাক হয়েছে আমেরিকা। মহাকাশ গবেষণার দিক থেকে ভারতও এখন বিশ্বের অন্য দেশের মতো অনেকটাই এগিয়ে। এই ঘটনা সেটাই প্রমাণ করে।
