আজকাল ওয়েবডেস্ক: দিল্লির চানক্যপুরিতে শুক্রবার সকালে এক সিনিয়র ভারতীয় বিদেশ পরিষেবা (আইএফএস) অফিসার জিতেন্দ্র রাওয়াত আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মন্ত্রকের আবাসিক ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তাঁর বয়স ৫০ বছর বলে জানা গেছে।
সূত্রের খবর অনুযায়ী, রাওয়াত দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকাল ৬ টার দিকে তিনি নিজ বাসভবনের ছাদ থেকে লাফ দেন। তিনি চানক্যপুরিতে মন্ত্রকের আবাসিক ভবনের প্রথম তলায় তাঁর মায়ের সঙ্গে বসবাস করতেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান দেরাদুনে থাকেন।
দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, রাওয়াত কিছুদিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন। ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
এ ঘটনার পরপরই পররাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতি দিয়ে রাওয়াতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রকের জানায়, "মার্চ ৭, ২০২৫ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অফিসার দিল্লিতে মারা গেছেন। মন্ত্রক পরিবারকে সবরকম সহায়তা প্রদান করছে এবং দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। শোকের এই সময়ে মন্ত্রক পরিবারটির পাশে রয়েছে।”
পররাষ্ট্র মন্ত্রক আরও জানায়, পরিবারের গোপনীয়তার স্বার্থে আপাতত এই ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।
