আজকাল ওয়েবডেস্ক: বহুতলের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হায়দরাবাদের বাসিন্দা পূজা জৈন। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেই নোটে লেখা রয়েছে, 'ঈশ্বরের সঙ্গে দেখা করতে চাই, তাই এই আত্মবলিদান'। 

তবে পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছে। প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছেন হায়দ্রাবাদের হিমায়তনগরে বাসিন্দা অরুণ কুমার জৈনের স্ত্রী পূজা।

পুলিশ সূত্রে খবর, স্বামী অরুণ জৈন যখন অফিসে ছিলেন সেই সময়েই বাড়ির উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন পূজা জৈন। নীচে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে অরুণকে খবর দেওয়া হয়। পূজাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তের স্বার্থে মৃতার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেই খবর।

আরও পড়ুন- রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’র মন্তব্যে সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনা, যদিও মানহানির মামলায় স্থগিতাদেশ

এদিকে, আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। সেখানে ৩৬ বছর বয়সী প্রিয়াংশা সোনি নবরাত্রির উপবাস এবং পূজা করতে না পারায় হতাশাগ্রস্ত হয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেন। জানা গিয়েছে, ঋতুস্রাব শুরু হওয়ায় নবরাত্রির প্রথম দিন থেকেই পূজা-উপবাস করতে পারেননি প্রিয়াংশা। তাঁর স্বামী মুকেশ সোনির দাবি, এই কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাঁর স্ত্রী। ঘটনার পর প্রথমে তাঁকে ঝাঁসি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় তাঁকে। পরে ছেড়ে দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় ফের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন- ধর্ষণ এড়াতে ঘরবন্দী থাকার নিদান বিজেপি শাসিত গুজরাটে! আহমেদাবাদে বিতর্কিত পোস্টার ঘিরে তোলপাড়...

হেল্পলাইন
ভান্দ্রেভালা ফাউন্ডেশন ফর মেন্টাল হেলথ ৯৯৯৯৬৬৬৫৫৫ অথবা help@vandrevalafoundation.com
TISS iCall ০২২-২৫৫২১১১১ (সোমবার-শনিবার: সকাল ৮টা থেকে রাত ১০টা)
(যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় অথবা এমন কাউকে চেনেন যার সাহায্যের প্রয়োজন হয়, তাহলে অনুগ্রহ করে আপনার নিকটতম মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।)