আজকাল ওয়েবডেস্ক:স্বামীর এক ভেল্কিতেই কুপোকাত স্ত্রী। ফের এক হয়ে গেলেন দম্পতি।জানেন স্ত্রীকে খুশি করতে কী করেছিল স্বামী? শুনলে চমকে উঠবেন আপনিও। 

সম্পর্ক ভাঙতে চান না কেউই। তবে নানা জটিলতার মুখে পড়ে ভেঙে যায় সম্পর্ক। এমনই এক দম্পতির বিবাহের সম্পর্ক রীতিমত ভাঙতে বসেছিল। এমনকি তাঁরা আদালতের দ্বারস্থ হন। সেই সময় বিবাহ বিচ্ছেদ আটকাতে মরিয়া স্বামী বের করে ফেললেন একটি অভিনব উপায়। স্বামীর সেই উপায় কাজেও  দিয়েছিল।
সম্প্রতি সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি তাঁর বউকে হিন্দি ভাষার একটি  প্রেমের গান গেয়ে শোনালেন। তা শুনেই গলে জল হয়ে গেলেন স্ত্রীও। তাতেই হল না তাঁদের বিবাহ বিচ্ছেদ।

ভিডিওটি পোস্ট হওয়া মাত্রই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেড়ে চলছে লাইক ভিউ-এর সংখ্যা। ইতিমধ্যেই ৪০ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন ।