আজকাল ওয়েবডেস্ক: যখন সূর্য আকাশ আলোয় ভরে দেয় এবং গ্রীষ্মকাল এসে যায়, তখন প্রকৃতি যেন এক নতুন রূপে জেগে ওঠে। তবে এই সময়েই কিছু অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটে—তাদের মধ্যে অন্যতম হল সাপ। আপনার বাড়ির পেছনের উঠোনে একটি সাপের গর্ত সাধারণত প্রায় ১ থেকে ৩ ইঞ্চি ব্যাসের হয়ে থাকে। 


সাপেরা পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী হিসেবে পরিচিত। তারা সাধারণত এমন পরিবেশ পছন্দ করে যেখানে আর্দ্রতা থাকে, যেমন—জলাশয়, পুকুর বা ছায়াযুক্ত স্যাঁতসেঁতে স্থান। এই কারণেই গ্রীষ্মকালে তাদের আশেপাশে দেখা যাওয়া খুব একটা অস্বাভাবিক নয়।

আরও পড়ুন: সিনিয়র সিটিজেনদের কাছে বিরাট সুযোগ, এখানে বিনিয়োগ করলেই মিলবে সুফল


বাড়িতে সাপের গর্ত কেন ও কীভাবে তৈরি হয়?
আদ্র ও স্যাঁতসেঁতে পরিবেশ
সাপরা সাধারণত ঠান্ডা, স্যাঁতসেঁতে, ছায়াযুক্ত ও আর্দ্র স্থান পছন্দ করে। বাগানে যদি ঘন ঝোপঝাড়, দীর্ঘ ঘাস বা জল জমে থাকে, তাহলে তারা সেখানে আশ্রয় নিতে পারে।
ইঁদুর বা ছোট প্রাণী থাকার কারণে
সাপ মূলত খাবারের খোঁজে আসে। যদি বাড়িতে ইঁদুর, ব্যাঙ বা অন্য ছোট প্রাণীর সংখ্যা বেশি হয়, তাহলে সাপ তাদের পেছনে পেছনে গর্তে বা ঘরের চারপাশে আশ্রয় নিতে পারে।
পুরনো, ফাঁকা গর্ত ব্যবহার
অনেক সময়ে অন্য প্রাণীর পরিত্যক্ত গর্ত সাপ ব্যবহার করে। যেমন: ইঁদুর, খরগোশ, কুকুর বা বিছা ইত্যাদির গর্ত।
বাড়ির চারপাশে জঞ্জাল বা কাঠের স্তূপ
কাঠ, ইট, টিন, শুকনো পাতার স্তূপ বা ফেলে রাখা নির্মাণসামগ্রীর নিচে তারা আশ্রয় নিতে পারে।
সাপের গর্ত থেকে কীভাবে রক্ষা পাবেন বা প্রতিরোধ করবেন?
পরিবেশ পরিষ্কার রাখুন
বাড়ির আশপাশ পরিষ্কার ও খোলা রাখুন। ঘাস ছোট ছোট করে কাটুন এবং ঝোপঝাড় ছেঁটে ফেলুন। শুকনো পাতার স্তূপ, কাঠ, টিন বা ইটের গাদা সরিয়ে ফেলুন।
জল জমতে দেবেন না
বাগান বা উঠোনে জল জমে থাকলে তা দ্রুত সরান। ড্রেনেজ ঠিক রাখুন।
ইঁদুর ও ছোট প্রাণী নিয়ন্ত্রণ করুন
সাপের খাবারের উৎস নিয়ন্ত্রণ করলে সাপও কম আসবে। ইঁদুর বা ব্যাঙ থাকলে সেগুলোর প্রতিরোধের ব্যবস্থা নিন।
গর্ত বন্ধ করুন বা মাটি দিয়ে ভরাট করুন


যদি সাপের গর্ত দেখেন, সেটি সরাসরি হাত না দিয়ে মাটি বা কাঁকর দিয়ে ভরাট করে দিন। একাধিক গর্ত থাকলে পেশাদার ব্যক্তির সাহায্য নিন।
সাপ তাড়ানোর প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করুন
কর্পূর, রসুন, পেঁয়াজের রস, সাদা ভিনেগার—এই উপাদানগুলোর গন্ধ সাপ অপছন্দ করে। এগুলি মিশিয়ে চারপাশে ছিটিয়ে দিতে পারেন। রাতে আলো জ্বালিয়ে রাখুন। রাতে বাড়ির চারপাশে আলো জ্বালানো থাকলে সাপের চলাফেরা কমে যায়।


গর্তে সাপ দেখা গেলে কী করবেন না:
লাঠি বা আগুন দিয়ে আক্রমণ করবেন না। এতে বিপদ আরও বাড়তে পারে। নিজে হাতে ধরার চেষ্টা করবেন না।
কি করবেন?
স্থানীয় বনবিভাগ বা সাপ ধরার প্রশিক্ষিত ব্যক্তিকে ডাকুন। ভারতের বেশিরভাগ জেলায় এখন সরকারী সাপ উদ্ধারকারী টিম রয়েছে। আপনার নিরাপত্তা সবার আগে। গর্ত হোক বা সাপের উপস্থিতি—নিজে কিছু না করে, প্রশিক্ষিত ব্যক্তির সাহায্য নেওয়াই বুদ্ধিমানের কাজ।