আজকাল ওয়েবডেস্ক : বর্তমান যুগে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট সকলের রয়েছে। সরকারের প্রতিটি সুযোগ নিতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে। এছাড়া বর্তমানে ডিজিটাল লেনদেন কখনই সম্ভব নয়। ভারতের মত দেশে নতুন অ্যাকাউন্ট খোলার কোনও সীমা নেই। একই ব্যক্তির একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে।
আবার বিভিন্ন ব্যাঙ্কেও অ্যাকাউন্ট রয়েছে এমনও এখন খুবই মামুলি ব্যাপার। জমা টাকায় নিয়ম করে সুদ দেয় প্রতিটি ব্যাঙ্ক। যদিও বিভিন্ন ব্যাঙ্কে সুদের হার আলাদা থাকে। অ্যাকাউন্টে ন্যুনতম টাকা থাকতে হয়, নাহলে ব্যাঙ্ক কিছু অর্থ জরিমানা করে থাকে। তবে কত টাকা একটি সেভিংস ব্যাঙ্কে আপনি রাখতে পারবেন তা কিন্তু সকলের জানা নেই। আপনার সেভিংসে আপনি ইচ্ছামত টাকা রাখতে পারেন। সেখানে কোনও সীমাবদ্ধতা নেই।
কিন্তু এটা জেনে রাখুন, আয়কর দপ্তরের নজরে আপনি সর্বদাই থাকেন। সেভিংস অ্যাকাউন্টে যদি অধিক অর্থের লেনদেন হয় তবে আয়কর দপ্তরকে আপনাকে নিজের আয়ের উৎস জানাতেই হবে। এছাড়া কোনও সমস্যাই নেই। সেভিংস অ্যাকাউন্টে এক টাকা থেকে শুরু করে কোটি টাকাও রাখা যায়। তবে যদি ৫০ হাজার টাকা বা তার বেশি নগদ ব্যাঙ্কে জমা করতে যান তবে আপনাকে নিজের প্যান নম্বরটি দিতেই হবে। একদিনে ব্যাঙ্কে আপনি সর্বোচ্চ ১ লক্ষ টাকা নগদ জমা দিতে পারেন। একটি অর্থবর্ষে একজন ব্যক্তি ১০ লক্ষ টাকা নগদ জমা করতে পারেন। তবে এই টাকাও কিন্তু আয়কর নজরে থাকবে।
