আজকাল ওয়েবডেস্ক: গত মে মাসে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এগজিকিউটিভ ডিরেক্টর পদে বসানোর কথা ঘোষণা করা হয়েছিল। শেয়ারহোল্ডারদের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, অনন্তের বেতন, সুযোগ-সুবিধা এবং ভাতা বার্ষিক ১০ কোটি থেকে ২০ কোটি টাকার মধ্যে হবে।

মুকেশের তিন সন্তান আকাশ, ইশা এবং অনন্তকে ২০২৩ সালে তেল, টেলিকম এবং খুচরা ব্যবসার বোর্ডে নন-এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। সর্বভারতীয় সংবাদ সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী, অনন্ত ২০২৫ সালের এপ্রিল মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এগজিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হন। রিলায়েন্সের নোটিশে লেখা হয়েছে, ‘অনন্ত এম. আম্বানি কোম্পানির বোর্ড এবং এর প্রধান সহযোগী প্রতিষ্ঠান জিও প্ল্যাটফর্ম লিমিটেড, রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।‘

ওই সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, নন-এগজিকিউটিভ ডিরেক্টর আকাশ এবং ইশা এবং অনন্ত কোনও বেতন পেতেন না। তবে, তাঁদের প্রত্যেককে ২০২৩-২৪ অর্থবর্ষে চার লক্ষ টাকা করে সিটিং ফি এবং লাভের উপর ৯৭ লক্ষ টাকা করে কমিশন দেওয়া হয়েছিল।

ধনকুবের মুকেশ আম্বানি ২০২৩ সালে তেল থেকে টেলিকম শিল্পের এই প্রতিষ্ঠানের বোর্ডে তাঁর তিন সন্তানকে নন-এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবে ঘোষণা করেন। মুকেশ নিজেই এক বিবৃতিতে বলেন যে, ভারতের সবচেয়ে মূল্যবান এবং লাভজনক কোম্পানি রিলায়েন্সে তাঁর সন্তানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।