আজকাল ওয়েবডেস্ক: গত দু’ দিনে বিশ্বে নয়া আতঙ্ক। করোনাকালের পর ফের একবার অতিমারী, লকডাউনের মতো ভয়াবহ, আতঙ্ক জাগানো শব্দবন্ধের ভয়ে কাঁটা হয়ে রয়েছেন মানুষ। সর্বক্ষণ নজর এই ভাইরাসের সংক্রমণের আপডেটের দিকে। যদিও আতঙ্কের মাঝে, কেন্দ্রের তরফে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার দিনভর, পরপর সংক্রমণের খবর প্রকাশ্যে আসার পর, দেশবাসীর উদ্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
এসবের মাঝেই, মঙ্গলবার সকালে জানা গেল, গুজরাট, রাজস্থান ছাড়িয়ে এইচএমপিভি থাবা বসিয়েছে তামিলনাড়ুতেও। জানা গিয়েছে রাজস্থানের দু’ মাসের এক শিশুর, রাজস্থানের এক হাসপাতালে এই নয়া ভাইরাসের সংক্রমণের কথা জানা গিয়েছে। তামিলনাড়ুতে দুই শিশুর দেশে এই ভাইরাসের সংক্রমণের কথা জানা গিয়েছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, চেন্নাই এবং সালেমে দুই শিশুর দেহে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দেশে মোট সাত জন এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
তবে এই পরিস্থিতিতে বারবার সাধারণ মানুষকে আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যগুলি ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আইসিএমআর (ICMR) এবং ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম (IDSP) এর মাধ্যমে শ্বাসযন্ত্রের ভাইরাস ডেটার পর্যালোচনা করা হচ্ছে। কিন্তু ভারতে শ্বাসযন্ত্রের ভাইরাল প্যাথোজেনের কোনও উল্লেখযোগ্য বৃদ্ধি চোখে পড়ছে না। তাই চিন্তার কোনও কারণ নেই। পুরো বিষয়টার ওপর খেয়াল রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
