আজকাল ওয়েবডেস্ক: সাত বছর মাত্র বয়সেই মৃত্যু হল সকলের প্রিয় একটি সাদা ঘোড়ার। ডুবতে থাকা একটি মানুষকে বাঁচিয়ে বেশ কয়েকদিন ধরেই রোগ ভুগছিল ঘোড়াটি। কিন্তু শেষপর্যন্ত লড়তে পারল না প্রাণীটি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চীনে। 

 


ঘোড়াটির বেইলং নামে পরিচিত ছিল। এর অর্থ সাদা ড্রাগন। একটি মানুষকে বাঁচানোর পর ঘোড়াটি শেষ কিছুদিন ধরেই খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিল। তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হলেও বাঁচানো যায়নি আর। 

 


ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, ইলিবাই এবং ব্রেইলিং দুজনেই একসঙ্গে নদীর জলে পড়ে যান। তারপর একটি ভিডিও করা হয়। তাতে দেখা যায়, ওই ঘোড়া তাঁকে নিয়ে অন্তত ৪০ মিটার পর্যন্ত সাঁতার কাটে। ঘোড়ার জন্যই তাঁর জীবন বেঁচে যায় শেষপর্যন্ত। 

 


ইলিবাই জানিয়েছেন, তিনি এটা নিয়ে দু’বার ভাবেননি। ইলিবাই জানিয়েছে, এই ঘোড়া অত্যন্ত দুরন্ত। তাঁর আরও বক্তব্য, ব্রেইলিং যথেষ্ট স্মার্ট। তাঁর হাতে একটা চাবুক দিয়ে দিলে সে দুরন্ত গতিতে কাজ করে। এই ঘোড়া তাঁর পরিবারের মতো। সেইভাবেই সে কাজ করে। তাঁর পরিবারকে আগলে রেখেছে। এরপরই তাঁর মন্তব্য এইভাবে ঘোড়া মারা যাওয়ায় তিনি যারপরনাই দুঃখ পেয়েছেন। এইভাবে ঘোড়ার মৃত্যুতে তিনি যথেষ্ট আঘাত পেয়েছেন। তাঁর মন্তব্য ওই নদীর কাছেই তিনি ঘোড়ার একটি মূর্তি স্থাপন করতে চলেছেন।