আজকাল ওয়েবডেস্ক: বর্তমান অর্থবছরে স্বাস্থ্য বীমার প্রিমিয়াম বাড়ছে যার জেরে বহু পলিসিধারী তাঁদের বীমা কভার কমাতে বা ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। মোট পলিসিধারীদের মধ্যে ১০ শতাংশ তাঁদের পলিসি নবীকরণ করতে পারেননি। ১০ শতাংশের বেশি পলিসিধারীর নবীকরণ খরচ ৩০ শতাংশ বা তারও বেশি বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে মাত্র ৫ শতাংশ মানুষ পুরো প্রিমিয়াম পরিশোধ করেছেন। বিশেষজ্ঞরা জানান, প্রিমিয়ামের বৃদ্ধি সবসময় ধারাবাহিক এবং আগে থেকে অনুমানের ভিত্তিতে হয় না, বরং কিছু সময়ে হঠাৎ বেড়ে যায়। তিন বছর অন্তর বীমা সংস্থাগুলি তাঁদের রেট শিডিউল সমন্বয় করে থাকে, চিকিৎসার খরচ বৃদ্ধির (মেডিকেল ইনফ্লেশন) সঙ্গে তাল মিলিয়ে।
শেষ ১০ বছরে, ৫২ শতাংশ পলিসিধারীর ক্ষেত্রে প্রিমিয়ামের যৌগিক বার্ষিক বৃদ্ধির হার (CAGR) ৫-১০ শতাংশের মধ্যে ছিল, যা একটি ১০০ টাকার প্রিমিয়ামকে ১০ বছরে ১৬২-২৫৯ টাকায় পৌঁছে দিয়েছে। ৩৮ শতাংশ পলিসিধারীর ক্ষেত্রে CAGR ছিল ১০-১৫ শতাংশ, যেখানে ১০০ টাকার প্রিমিয়াম ২৫৯-৪০৪ টাকায় পৌঁছায়। তবে ৩ শতাংশ পলিসিধারীর প্রিমিয়াম ১৫-৩০ শতাংশ হারে বেড়েছে।
পলিসিবাজারের চিফ বিজনেস অফিসার অমিত ছাবরা বলেন, “যারা বড় বৃদ্ধি দেখেছেন, তাঁদের শতাংশ খুবই কম। চিকিৎসা পরিষেবার মূল্যস্ফীতি প্রায় ১৪ শতাংশ হলেও প্রিমিয়ামের গড় বৃদ্ধি অনেক কম।” এছাড়া তিনি জানান, গত বছরের তুলনায় নবীকরণের হার ১০ শতাংশ বেড়েছে এবং এই হার ঊর্ধ্বমুখী।
