আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কাজনক অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত মহান্ত সত্যেন্দ্র দাস। ব্রেন স্ট্রোক আক্রান্ত তিনি। মহান্ত সত্যেন্দ্র দাসকে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এসজিপিজিআই) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার হাসপাতালের তরফেই জানানো হয়েছে যে রাম মন্দিরের প্রধান পুরোহিতের শারীরিক অবস্থা সঙ্কটজনক।

৮৫ বছর বয়সী মহন্ত সত্যেন্দ্র দাসকে প্রাথমিক চিকিৎসার পর রবিবার এসজিপিজিআইতে স্থানান্তরিত করা হয়েছে।

এসজিপিজিআই-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, "শ্রী সত্যেন্দ্র দাস জি স্ট্রোকে ভুগছেন। তিনি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগী। রবিবার তাকে এসজিপিজিআইতে ভর্তি করা হয়েছিল এবং বর্তমানে নিউরোলজি ওয়ার্ড এইচডিইউ (হাই ডিপেন্ডেন্সি ইউনিট)-তে ভর্তিআছেন। চিকিৎসায় সাড়া দিলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে," 

১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলার সময় মহান্ত সত্যেন্দ্র দাস অস্থায়ী রাম মন্দিরের পুরোহিত ছিলেন। সেই সময় মাত্র নয় মাসের দায়িত্বে ছিলেন তিনি। এখনও তিনিই রাম মন্দিরের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধান পুরোহিত। মাত্র ২০ বছর বয়সে আধ্যাত্মিক জীবন বেছে নিয়েছিলেন মহান্ত সত্যেন্দ্র দাস।

নির্বাণী আখড়ার সঙ্গে যুক্ত মহান্ত সত্যেন্দ্র দাস অযোধ্যার অন্যতম জনপ্রিয় পুরোহিত। বিশ্ব হিন্দু পরিষদের অযোধ্যার মুখপাত্র শরদ শর্মা সংসবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, "রামমম্দিরের প্রধান পুরোহিত অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব এবং যাঁরা অযোধ্যা আন্দোলনের ইতিহাস হৃদয় দিয়ে জানেন তাঁদের মধ্যে একজন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করছি।"