আজকাল ওয়েবডেস্ক: বিজেপি শাসিত হরিয়ানায় তাণ্ডব চালাচ্ছে গো রক্ষকরা। ২৭ আগস্ট, গো মাংস ভক্ষণের সন্দেহে গো রক্ষা কমিটি পিটিয়ে খুন করে বাংলার এক পরিযায়ী শ্রমিককে।  ফের একই ঘটনা প্রকাশ্যে এসেছে। কেবলমাত্র সন্দেহের বশে গো রক্ষকদের হাতে খুন দ্বাদশ শ্রেণির পড়ুয়া।

 

 

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, আরিয়ান মিশ্র, এবং তাঁর দুই বন্ধু শ্যাঙ্কি, হর্ষিতকে গরু পাচারকারী সন্দেহে অন্তত ৩০ কিলোমিটার ধাওয়া করে গো রক্ষকরা। শুধু ধাওয়া করেই থেমে যায়নি, গুলি করে আরিয়ানকে খুনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২৩ আগস্ট। 

 

সূত্রের খবর, গো রক্ষকদের কাছে খবর ছিল, গরু পাচারকারীরা দুটি গাড়িতে শহরের নানা জায়গা থেকে গরু তুলে নিয়ে যাচ্ছে। ফরিদাবাদের প্যাটেল চকে তাদের নজরে আসে পড়ুয়াদের গাড়ি। তারা গাড়ি থামাতে বললেও, পড়ুয়ারা গাড়ি না থামিয়ে আরও গতিবেগ বাড়িয়ে দেয়। সন্দেহ তীব্র হওয়ায় তাদের ধাওয়া করে গো রক্ষা কমিটির সদস্যরা। সঙ্গে চলে গুলি।

 

 গুলির পরে গাড়ি থামতেই তারা বুঝতে পারে ভুল নিশানায় গুলি চলেছে এবং তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গো রক্ষকরা। আরিয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঘটনায় হরিয়ানা পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে।