আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরে আরও এক ভাইরাসের দাপট ঘিরে উদ্বিগ্ন সাধারণ মানুষ। দেশজুড়ে ছড়াল নতুন আতঙ্ক। দিন কয়েকের মধ্যে গুজরাটে লাফিয়ে বাড়ছে এইচএমপিভি আক্রান্তের সংখ্যা। আজ, শনিবার আরও দুই আক্রান্তের মিলল হদিশ। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ ন'মাসের এক শিশু এবং ৫৯ বছর বয়সি এক ব্যক্তির শরীরে মিলল এইচএমপি ভাইরাস। গত ৬ জানুয়ারি জ্বর, সর্দি, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আহমেদাবাদের এক হাসপাতালে ভর্তি হয়েছিল ন'মাসের শিশুটি। পরীক্ষা করে তার শরীরে ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। প্রশাসন জানিয়েছে, শিশু ও তার পরিবারের কারও ভিন রাজ্য, দেশে ভ্রমণের ইতিহাস নেই। 

পাশাপাশি কচ্ছ জেলার ৫৯ বছর বয়সি ব্যক্তিও আহমেদাবাদের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরও ভ্রমণের ইতিহাস নেই। ৬ জানুয়ারি প্রথম এইচএমপিভি আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল গুজরাটে। পাঁচদিনের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। যার মধ্যে বেশিরভাগই শিশু, নাবালক। 

২০০১ সালে এইচএমপি ভাইরাসের প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল। সম্প্রতি চিনে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের দাপট শুরু হয়েছে। ভাইরাস ছড়িয়েছে ভারতেও। ইতিমধ্যেই একাধিক রাজ্যে এইচএমপিভি আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। অধিকাংশই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।