আজকাল ওয়েবডেস্ক: এক ধাক্কায় বেড়ে যেতে পারে সিরাগেট, কোল্ড ড্রিঙ্কসের দাম। কিন্তু আচমকা এই আলোচনার কারণ কী? কারণ, সিগারেট, কোল্ড ড্রিঙ্কসের উপরে ৩৫ শতাংশ জিএসটি ধার্য করার সুপারিশ করা হয়েছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে মন্ত্রিগোষ্ঠী সুপারিশে করা হয়েছে । আগামী ২১ ডিসেম্বর, জিএসটি কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে আলোচনার সম্ভাবনা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃতাধীন কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই বিষয়ে। 

এতদিন পর্যন্ত সিগারেট-কোল্ড ড্রিঙ্কসের উপর জিএসটি ছিল ২৮ শতাংশ। তা থেকেই বাড়িয়ে ৩৫ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছে, সিগারেট, কোল্ড ড্রিঙ্কস শরীরের পক্ষে ক্ষতিকারক, সেই কারণেই এই দ্রব্যগুলির উপর জিএসটি বাড়ানোর আর্জি জানানো হয়েছে। তবে ৩৫ শতাংশ জিএসটি ধার্য করার জন্য আগে যোগ করতে হবে নয়া স্ল্যাব।এর আগে ২৮ শতাংশ পর্যন্ত জিএসটির স্ল্যাব রয়েছে।  অর্থাৎ এখনও পর্যন্ত কর কাঠামো রয়েছে, ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশের। 

শুধু সিগারেট বা কোল্ড ড্রিঙ্কস নয়, রেডিমেট পোশাকের উপর জিএসটি ধার্য করার সুপারিশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর সূত্রের। মন্ত্রিগোষ্ঠী সুপারিশ জানিয়েছে, ১,৫০০ টাকা ১০,০০০র উপর হলে ১৮ শতাংশ জিএসটি ধার্য করার সুপারিশ করা হয়েছে। ১৫০০ টাকা পর্যন্ত পোশাকের দামের উপর ৫ শতাংশ জিএসটি ধার্য করার সুপারিশ করা হয়েছে। আর পশাকের দাম ১০ হাজার টাকার বেশি হলে, ২৮ শতাংশ জিএসটি ধার্য করার । একই সঙ্গে জীবন বিমা এবং স্বাস্থ্যবিমার উপর জিএসটি কমানোর সুপারিশ করা হয়েছে। সূত্রের খবর, মোট ১৪৮টি বিষয়ের উপর কর পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।