আজকাল ওয়েবডেস্ক: বিয়ের আসরে পৌঁছনোর ঠিক আগেই ঘটল বিপত্তি। বিয়ের শোভাযাত্রা থেকে পালিয়ে আত্মঘাতী হলেন ৩০ বছরের এক যুবক। বিয়ের দিনেই যুবকের চরম পরিণতিতে শোকস্তব্ধ গোটা পরিবার। আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে গেল বিষাদে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমেঠিতে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম, রবি যাদব‌। ৩০ বছরের যুবক শুক্রবার সন্ধেয় হাসিমুখেই বিয়ে করতে যাচ্ছিলেন। মাঝপথেই পালিয়ে গিয়ে তিনি রেললাইনে ঝাঁপিয়ে পড়ে আত্মঘাতী হন। ঘটনাটি ঘটেছে লখনউ-বারাণসী রেললাইনে। 

 

পরিবারের তরফে জানা গেছে, গতকাল আজামগড়ে বিয়ের আসর বসেছিল রবির। বরযাত্রীদের সঙ্গে তিনি বিয়ের আসরে যাচ্ছিলেন। হঠাৎ যানজটের মধ্যে গাড়িটি আটকে পড়ে। গাড়ি থেকে নেমেই পালিয়ে যান রবি। ফোনে বারবার তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও, তিনি কোনও সাড়া দেননি। শনিবার সকালে জানা যায়, বানি রেলস্টেশনের কাছেই রবির ছিন্নবিচ্ছিন্ন দেহ পাওয়া গেছে। 

 

পরিবারের ধারণা, শোভাযাত্রা থেকে পালিয়ে যাওয়ার পর বিয়ের পোশাক পরিবর্তন করে সাধারণ পোশাক পরে কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। মালগাড়ির সামনে ঝাঁপিয়ে আত্মহত্যার সময়, তাঁর দেহে বিয়ের পোশাক ছিল না। কী কারণে তিনি এমন চরম পদক্ষেপ করলেন, তা ঘিরে ধোঁয়াশায় সকলে। তদন্ত জারি রেখেছে পুলিশ।