আজকাল ওয়েবডেস্ক : সুভদ্রা যোজনা হল একটি সরকারি প্রকল্প, যা মূলত সমাজের অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলির সমাধানে নেওয়া হয়েছে। এই প্রকল্প বিশেষ করে নারীদের ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সহায়তার উপর জোর দেয়।

 

 

সুভদ্রা যোজনার প্রধান লক্ষ্যগুলি হল নারীর ক্ষমতায়ন। আর্থিক সহায়তা প্রদান। শিক্ষার সুযোগ ও কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বনির্ভর করা। মায়েদের এবং শিশুদের জন্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা। গ্রামাঞ্চলে সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা প্রদান।

 

 

ক্ষুদ্র ব্যবসার জন্য ভর্তুকি বা ঋণ প্রদান। দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা। এই প্রকল্পের সুবিধাভোগীরা হলেন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীরা। গ্রামীণ বা শহুরে দরিদ্র পরিবার। গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়েরা। যোগ্যতার মানদণ্ড অন্তর্ভুক্ত করে আয়, বসবাসের স্থান এবং সামাজিক অবস্থা।

 

যোজনার আওতায় দেওয়া সুবিধাগুলি হল, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা। মেয়েদের জন্য বিনামূল্যে পড়াশোনা বা বৃত্তি। পেশাগত প্রশিক্ষণ ও কর্মদক্ষতা উন্নয়ন।

 

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ। প্রসূতি মায়েদের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা। বীমা এবং পেনশনের ব্যবস্থা।রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে এই প্রকল্পটি পরিচালিত হয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কার্যক্রম পরিচালিত হয়।

 

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকল্পটি স্বচ্ছ ও কার্যকর করার চেষ্টা করা হয়। সুবিধা পেতে কীভাবে আবেদন করবেন? স্থানীয় পঞ্চায়েত বা পুরসভায় আবেদন জমা দেওয়া। অনলাইনে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন। আয়ের প্রমাণপত্র, পরিচয়পত্র, এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। ওড়িশা সরকার এই সুবিধা ইতিমধ্যে শুরু করেছে। এবার গোটা দেশে এই প্রকল্প করার কথা ভাবছে কেন্দ্র।