আজকাল ওয়েবডেস্ক : ভারত এখন ডিজিটাল হয়েছে। দেশের যেকোনো কাজ এখন ডিজিটাল মেনে হয়। যেকোনো সরকারি হোক বা বেসরকারি প্রতিষ্ঠান সব জায়গায় এখন ডিজিটাল হয়েছে। মানুষের জীবন এর জেরে অনেক বেশি আধুনিক হয়েছে।
তবে সব কাজের যেমন ভালো দিক থাকে তেমন একটি খারাপ দিক থাকে। ডিজিটাল কাজের ফলে অনলাইন চুরি অনেক বেশি বেড়েছে। সাইবার অপরাধী নিজের ঘরে বসেই যেকোনো মানুষের টাকা ফাঁকা করতে সক্ষম। তাদের হাত থেকে নিজের টাকা বাঁচানো এখন একটি অন্যতম কাজ।
সাইবার অপরাধী এখন বিভিন্ন প্রবীণ ব্যাক্তিদের নিজের টার্গেট করেছে। বয়স কালে তাদের নানা অসুবিধা হয়ে থাকে। তাই হটাৎ করে যদি তাদের ফোন করে বা অন্য কিছু করে বিব্রত করে দেওয়া হয় তাহলে সাইবার অপরাধীরা অনেক সহজে নিজের কাজ করতে পারে।
প্রবীণ নাগরিক তাদের সমস্ত টাকা রাখেন ফিক্সড ডিপোজিট বা পেনশন একাউন্ট এর কাছে। তাই তাদের যদি ঘাবড়ে দেওয়া যায় তবে তারা অতি সহজে নিজের এই তথ্য সাইবার অপরাধীর হাতে জানিয়ে দেবে। ব্যাস একবার হাতে যদি তথ্য এসে যায় তবে এই প্রবীণ মানুষের ব্যাঙ্ক ফাঁকা করতে বেশি সময় লাগবে না।
তাই মনে রাখবেন নিজের হোয়াটস্যাপ, ইমেইল, এসএমএস বা ফোনে কোনও তথ্য কাউকে দেবেন না। তাহলেই কিন্তু সর্বনাশ।
