আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে৷ একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবতী বাসের মধ্যে হাঁসফাঁস করছেন৷ তাঁর শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসছে৷ এহেন ভয়াবহ ঘটনা আমাদের দেশ ভারতেই ঘটেছে৷ একটি প্রবল ভিড়ে ঠাসা ট্রেনের দ্বিতীয় শ্রেণির কামরায় নিঃশ্বাস নিতে লড়াই করছেন যুবতী। এই ঘটনা ঘটাকালীন বাইরে থেকে একটি ভিডিও করা হয়৷ ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর দেশজুড়ে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। পাশাপাশি উৎসবের সময় যাত্রী নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে কঠোর সংস্কারের দাবি উঠেছে।

ভিডিওটি ‘ওয়োক এমিনেন্ট’ নামক এক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় (পূর্ববর্তী টুইটার) শেয়ার করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবতী একটি ভিড়ে ঠাসা ট্রেনের দ্বিতীয় শ্রেণির কামরার জানালার কাছে বসে আছেন। তাঁর মুখে জল ছিটিয়ে দিচ্ছেন ট্রেনের অন্যান্য যাত্রীরা। যুবতী শ্বাস নিতে হিমশিম খাচ্ছেন। ভিডিওটিতে স্পষ্ট বোঝা যাচ্ছে কামরার ভেতর প্রচণ্ড ভিড়। এমন পরিস্থিতিতে তীব্র গরমে তাঁর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হয়ে পড়ে। ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, তিনি 'প্রায় শ্বাসরুদ্ধ' হয়ে পড়েছিলেন। তখন তাঁকে ঠেলে কামরার ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ঘটনাস্থলে উপস্থিত অনেকেই তাঁকে সাহায্য না করে হাসাহাসি, ব্যঙ্গবিদ্রূপ ও মোবাইলে ভিডিও করতে ব্যস্ত ছিল। কেবল ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন যাত্রী তাঁর প্রতি সহানুভূতি দেখায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে লেখা হয়, 'একটি মেয়ে ট্রেনের কামরায় প্রায় শ্বাসরুদ্ধ হয়ে পড়েছিল, তাকে ভিড়ের চাপে ঢুকিয়ে দেওয়া হয়। প্ল্যাটফর্মে উপস্থিত লোকজন হাসছিল, ব্যঙ্গ করছিল। এমন আচরণকে কী বলা যায়?'

আরও পড়ুনঃ মধ্যরাতে আনচান করছিল শরীর, পা টিপে টিপে বান্ধবীর বাড়িতে ঢুকতেই যুবকের সঙ্গে যা হল, চমকে গেল গোটা গ্রাম

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনার জেরে ব্যবহারকারী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রেল মন্ত্রণালয় এবং ‘রেল সেবা’ অ্যাকাউন্টকে ট্যাগ করে জরুরি ভিত্তিতে যাত্রী নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান। তিনি উৎসবের সময় যাত্রীচাপে ভিড়ের কেন্দ্রস্থলে প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তা রক্ষী মোতায়েন (যেমন CRPF) সহ একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর রেল সেবা-র পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, 'এই দৃশ্য দেখে আমরা রীতিমত উদ্বিগ্ন। দয়া করে ঘটনার স্থান, তারিখ ও মোবাইল নম্বর শেয়ার করুন যেন আমরা এটি যাচাই করতে পারি। আপনি সরাসরি https://railmadad.indianrailways.gov.in এই ঠিকানায় অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।'

আরও পড়ুনঃ 'চার দেওয়ালের মাঝে এসব চলে?' প্রশ্ন ছুঁড়লেন অনেকেই, গাজিয়াবাদে সোসাইটিতে যা হল... 

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় যাত্রী নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং রেল কর্তৃপক্ষের জবাবদিহিতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, উৎসবের ভ্রমণ মৌসুমে অতিরিক্ত ভিড় সামাল দিতে রেলওয়ের আরও পরিকল্পিত ও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে এমন বিপজ্জনক পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।

আরও পড়ুনঃ নাগপুরে মর্মান্তিক দৃশ্য! ট্রাকের ধাক্কায় স্ত্রীর মৃত্যু, অসহায় স্বামী মোটরবাইকে বেঁধে নিয়ে গেলেন স্ত্রীর মরদেহ