আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি মহারাষ্ট্রের থানে জেলায় এক তরুণীর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। একটি নির্মাণস্থলে তরুণীর মৃতদেহ পাওয়া যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ ঘটনার জেরে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে৷ ঘটনা কেন্দ্রিক স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য। 

পুলিশ সুত্রে খবর, তরুণীর পরিচিয় এখনও নিশ্চিত করা যায়নি। মহারাষ্ট্রের থানে জেলায় এক নির্মাণস্থলে কাজ চলছিল৷ সেখানেই এক অপরিচিত তরুণীর মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়৷ শনাক্তকরণের জন্য তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ৷ 

মৃত্যুর কারণ এখনও অজানা। তরুণীর মৃত্যুর কারণ অজানা৷ পুলিশ ইতিমধ্যেই তদন্ত চালিয়েছে৷ স্থানীয়দের কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ ঘটনা কেন্দ্রিক আইনি পদক্ষেপ নেওয়া হবে আশ্বাস দিয়েছে৷