আজকাল ওয়েবডেস্ক : ছেলেবেলা থেকে অনেকেই গাড়ি চালাতে ভালবাসেন। সেখানে নতুন কিছু কথা নয়। এবার সেই তালিকায় মহারাষ্ট্রের এক বালিকার ভিডিও রীতিমতো ভাইরাল। নিজের বাবাকে স্কুটারের পিছনে নিয়ে সে দিব্যি মনের আনন্দে স্কুটার চালিয়ে নিয়ে যাচ্ছে। এখানেই শেষ নয়, ছবিতে দেখা যাচ্ছে সেই বালিকা স্কুলের ইউনিফর্ম পড়ে রয়েছে।
তার এবং তার বাবা কারও মাথায় নেই হেলমেট। এই ভিডিওটি অনলাইনে ৪.৯ মিলিয়ন ভিউ আদায় করেছে। এরপরই রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনের গাফিলতির বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগর এলাকায় এই ছবি সকলকে বিব্রত করেছে। নেটিজেনরা মেয়েটির বাবার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। রাস্তায় স্কুটার চালাতে হলে যে নিরাপত্তার দিকটি দেখা উচিত সেটিও কেন দেখা হয়নি তা নিয়ে শুরু হয়েছে বিতর্কের ঝড়।
একজন লিখেছেন, কোথায় হেলমেট রয়েছে স্যার। না নিজের হেলমেট পড়েছেন না নিজের মেয়েকে হেলমেট পরিয়েছেন। অন্য একজন লিখেছেন এই বাবাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। অন্য একজন লিখেছেন, এই কারণে রাস্তায় দুর্ঘটনার ঘটনা এত বেশি হয়ে থাকে। তবে মজার কথা হল কেউ কিন্তু মেয়েটিকে কিছুই বলেনি। উল্টে তাকে নিয়ে কোনও মন্তব্য করতে মানা করেছে। একজন তো লিখেছে, ঠিক আছে খুব ভাল গাড়ি চালাচ্ছে মেয়েটি। কিন্তু এটা ওর গাড়ি চালানোর বয়স নয়। আবার একজন লিখেছে মেয়েটি মনের আনন্দে গাড়ি চালিয়ে চলেছে। এবিষয়ে কেউ বেশি মন্তব্য করবেন না। জাস্ট চিল।
