আজকাল ওয়েবডেস্ক: তাড়াতাড়ি ঘুমাতে চায়নি মেয়ে। আরেকটু জেগে খেলাধুলা করতে চেয়েছিল। কথার অবাধ্য হওয়ায় পাঁচ বছরের শিশুকন্যাকে নির্মম অত্যাচার করল বাবা। ভিডিও ফুটেজ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন মা। যা দেখেই শিউরে ওঠে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে। পুলিশ জানিয়েছে, রাত পৌনে তিনটে নাগাদ মানখুর্দ থানায় অভিযোগ জানিয়েছেন শিশুকন্যার মা। ভিডিও ফুটেজ সহ অভিযোগ জানান, তাঁর শিশুকন্যাকে বেধড়ক মারধর করে এবং সিগারেটের ছ্যাঁকা দিয়ে অত্যাচার করেছে স্বামী। অভিযোগ পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। 

 

জানা গেছে, রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেতে নির্দেশ দিয়েছিল বাবা। সেই সময় আপনমনে খেলাধুলা করছিল শিশুকন্যা। বাবার কথা শুনে তাড়াতাড়ি ঘুমাতে যেতে চায়নি। বায়না শুনেই রেগে লাল হয়ে যায় ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে মেয়ের দু'পা বেঁধে মারধর শুরু করে। মারতে মারতে অচৈতন্য করে দেয় মেয়েকে। এরপর সিগারেট দিয়ে মেয়ের গালে ছ্যাঁকা দেয়। চিৎকার করে কেঁদে ওঠে শিশুকন্যা। সেই কান্নার আওয়াজ শুনেই ছুটে আসেন মা। 

 

ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ তদন্ত শুরু করেছে। শিশুকন্যা জানিয়েছে, এর আগেও তার বাবা শারীরিক নির্যাতন করেছে‌। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(২) এবং ১১৮(১) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।