আজকাল ওয়েবডেস্ক: বাড়ির অদূরে আত্মীয়কে বরফ পৌঁছে দিতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও আর বাড়ি ফেরেনি। চিন্তায় পড়ে যান বাবা-মা। আত্মীয়কে ফোন করে জানতে পারেন, তাঁর কাছেই যায়নি মেয়ে। ব্যাস! শুরু হয় খোঁজ। অবশেষে এক ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে, সুটকেস থেকে মেয়ের নিথর দেহ উদ্ধার করলেন বাবা। নারকীয় হত্যাকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দিল্লিতে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তর পূর্ব দিল্লির নেহরু বিহার এলাকায়। শনিবার পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে কয়েক মিটার দূরের একটি ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে সুটকেস থেকে ন'বছর বয়সি নাবালিকার দেহ উদ্ধার করেন তার বাবা। নগ্ন অবস্থায় ছিল নাবালিকা। তার সারা শরীরে ছিল নখের দাগ। মুখে কালো দাগ দেখা গেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, যৌন নির্যাতনের পরেই নাবালিকাকে খুন করা হয়েছে।
এদিকে নাবালিকার বাবা জানিয়েছে, গতকাল আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল তার। কয়েক ঘণ্টা পরেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, ২০০ মিটার দূরে এক ফ্ল্যাটের মধ্যে মেয়েকে ঢুকতে দেখা গিয়েছিল। সেই ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, দোতলার ফ্ল্যাটটি বন্ধ রয়েছে। এর চাবি থাকে তাঁর ভাইয়ের কাছে।
এরপর জোর করে ওই ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করেন তিনি। তখনই পালিয়ে যান ফ্ল্যাটের মালিক। ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকেই সুটকেস দেখতে পান। সেটি খুলতেই নাবালিকার দেহ উদ্ধার করেন। পুলিশ এই ঘটনার মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে।
