আজকাল ওয়েবডেস্ক: আশ্চর্য এক ঘটনা ঘটেছে দক্ষিন ভারতে৷ একজন নামকরা জার্মান ইনফ্লুয়েন্সার ইউনেস জারু। সম্প্রতি তিনি ভারতের নিরাপত্তা নিয়ে একটি ব্যতিক্রমধর্মী সামাজিক পরীক্ষা করেছেন। খবর সূত্রে জানা গিয়েছে, তিনি দেখতে চেয়েছিলেন, 'ভারত কতটা নিরাপদ?'। এই পরীক্ষার অংশ হিসেবে তিনি দক্ষিণ ভারতের কেরালাকে বাছেন। এই পরীক্ষা করতে তিনি কেরালার এক ব্যস্ত বাজারে একটি দামি আইফোন রেখে যান। এরপর গোপনে পুরো ঘটনাটি ভিডিও করেন।
সূত্রে জানা গিয়েছে, দুপুর প্রায় ৪টা ৩০ মিনিট নাগাদ জনবহুল এবং ব্যস্ততম এক বাজারে তাঁর আইফোনটি একটি স্থানে রেখে হেঁটে চলে যান। এরপর ওই যুবক একটি লুকানো জায়গা থেকে নজরদারি করতে থাকেন। আশ্চর্যের বিষয় হলো, অনেকে ফোনটি লক্ষ্য করলেও কেউ সেটিকে ছুঁয়েও দেখেনি। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ফোনটি ঠিক একই জায়গায় পড়ে ছিল। এমনকি দুই ঘণ্টা পর ফিরে এসে ওই যুবক দেখেন, ফোনটি ঠিক যেভাবে রেখেছিলেন, সেভাবেই রয়েছে।
ভিডিওতে আরও দেখা যায়, বহু মানুষ ফোনটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ কেউ ফিরে তাকিয়ে দেখছেন, কিন্তু কেউই সেটিকে স্পর্শ করছেন না। এক সময় এক যুবতী ফোনটি লক্ষ্য করে হেসে চলে যান। অনুমান করা হয়েছে অনেকেই বুঝতে পারেননি কী হচ্ছে। সকলেই প্রায় পাশ কাটিয়ে চলে যান।
এই অভিজ্ঞতার ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে জারু ক্যাপশনে লেখেন, 'হাউ সেফ ইজ ইন্ডিয়া? লোকেশন: কেরালা' (How safe is India? Location: Kerala)। ভিডিওটি দেখে অনেক নেটিজেন মুগ্ধ হলেও, অনেকে প্রশ্ন তোলেন - এই ঘটনা কি ভারতের সব জায়গায় ঘটত?
আরও পড়ুনঃ ভিড়ে ঠাসা ট্রেন! দম নিতে না পেরে যা হল যুবতীর, জানলে চমকে উঠবেন আপনিও
একজন মন্তব্য করেন, 'ভাই, তুমি ভারতের ভুল জায়গায় গিয়েছো।' আরেকজন মন্তব্য করে লেখেন, 'ক্যামেরা ছাড়া করে দেখো।' একটি মন্তব্যে বলা হয়, 'উত্তর প্রদেশ, বিহারের নাম শুনেছো?' আরেকজন লিখেছেন, 'তুমি যদি বড় ট্রাইপড আর ক্যামেরা সামনে রাখো, কেউ ফোন চুরি করবে না… আমি নিশ্চিত, কেউ যদি ফোনটা নিয়ে নিত, তাহলে এই ভিডিওটাই আসত না। তুমি ভারতকে পরিষ্কার রূপে দেখাতে চাইলে এমন কিছু করো যাতে ভারতীয় দর্শক বাড়ে, কিন্তু অন্তত বাস্তবতা দেখাও।' অন্য একজন কৌতুক করে লেখেন, 'এটা কেরালা, স্যার।' আরেকজন আবার ভিডিওর প্রেক্ষিতে বলেন, 'ল্যাটিন আমেরিকায় হলে ৫ সেকেন্ডেই গায়েব।'
আরও পড়ুনঃ মাত্র আট মাসে দশ হাজারের বেশি অভিযোগ! মুম্বইয়ে পথকুকুর নিয়ে উদ্বেগ চরমে, কী বলছে বিএমসি?
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কেরালার আগে ইউনেস জারু বেঙ্গালুরুতে ছিলেন। সেখানে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। তিনি ইনস্টাগ্রামে তাঁর অবস্থান 'চার্চ স্ট্রিট' জানিয়ে ফ্যান মিটের ঘোষণা দেন। কিন্তু ক্রমে ভিড় বাড়তে থাকলে কাব্বন পার্ক থানার পুলিশ নিরাপত্তার কারণে হস্তক্ষেপ করে। এরপর জারুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। মূলত তিনি পুলিশের অনুমতি ছাড়াই ফ্যান মিটের পরিকল্পনা করেছিলেন বলে জানা গিয়েছে৷
