আজকাল ওয়েবডেস্ক: জেন জি নতুনভাবে নিজেদের মেলে ধরতে চাইছে। তারা এবার নিজেদের কেরিয়ার নিয়ে নতুনভাবে ভাবছে। সেদিক থেকে দেখতে হলে দেখা যায় দেশের বড় শহরগুলি থেকে জেন জি নিজেদের সরিয়ে নিচ্ছে।
 
 ইন্দোর, লখনউ, চন্ডীগড়, জয়পুর, কোয়েম্বাটোর, কোচি। এই শহরগুলিতে ভিড় বাড়াচ্ছে জেন জি। তারা দেশের বড় শহরগুলি থেকে ধীরে ধীরে নিজেদের সরিয়ে নিয়েছে। এই সমীক্ষা সকলকে রীতিমতো অবাক করে দিয়েছে। 
 
 দেশের ছোটো শহরগুলিতে কাজের পরিমান বাড়ছে। সেদিক থেকে দেখতে হলে দেশের ছোটো শহরে বিভিন্ন ভাল প্রতিষ্ঠানগুলি নিজেদের অফিস করছে। তাই সেখানে কাজের বিপুল বাজার তৈরি হয়েছে। এখানে এলে শিক্ষিত জেন জি সহজেই কাজ পেয়েছে। ফলে তারা এই ধরণের ছোটো শহরগুলিকে টার্গেট করছে।
 
 ছোটো শহরে থাকার আরও একটি বড় কারণ হল এখানে জীবনযাত্রার খরচ প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ কম। তাই সেখানে থাকলে বেশি খরচ না হয়ে সেখান থেকে আয় এবং সঞ্চয় দুই হবে। তাই যারা নিজের ঘর ছেড়ে বাইরে থাকছেন তারা এই ছোটো শহরগুলিকে বেশি পছন্দ করছেন।
 
 দেশের ছোটো শহরগুলিতে দূষণের মাত্রা অনেকটা কম থাকে। সেদিক থেকে দেখতে হলে এখানে যারা থাকেন তাদের স্বাস্থ্য অনেক সুস্থ থাকে। সেখানে বড় শহরে দূষণের মাত্রা থাকে অনেকটা বেশি। তাই সেখানে থাকার কথা ভাবছে না জেন জি।
 
 ছোটো শহরের শিক্ষা সংস্কৃতি জেন জি-কে টানছে। তারা সেখানকার স্থানীয় অনুষ্ঠানের আনন্দ নিচ্ছে। ফলে সেখানে বাড়ি থেকে দূরে থাকার কষ্ট তাদের কাছে মনে হচ্ছে না।
 
 দেশের ছোটো শহরগুলিতে বর্তমানে শিক্ষা পরিকাঠামোর যে উন্নতি হয়েছে সেটা জেন জি-কে টানছে। সেখানে নানা ধরণের ভোকেশনাল শিক্ষা নিয়ে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারছে। পরবর্তীকালে তারা এখানেই স্থায়ীভাবে থাকার কথাও ভাবছে। এই কারণেই জেন জি ছোটো শহর থেকেই নিজেদের কেরিয়ারকে তৈরির কথা ভেবেছে। এটাই এখন নতুন ট্রেন্ড।
