আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে কুখ্যাত গ্যাংস্টার রোমিল ভোহরা নিহত হয়েছেন। একাধিক খুন, অবৈধ কারবার,তোলাবাজি এবং অস্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন রোমিল। মঙ্গলবার ভোরে দিল্লি-হরিয়ানা সীমান্তের কাছে একটি এনকাউন্টারে নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লি পুলিশ এনকাউন্টারটি পরিচালনা করে। গুলি চলাকালীন দুই স্পেশাল সেল অফিসারও আহত হন।  দুই অফিসার ও সাব-ইন্সপেক্টর প্রবীণ এবং রোহন কাউন্টার-ইন্টেলিজেন্স ইউনিটের অংশ ছিলেন। পরে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোহরা কুখ্যাত কালা রানা-নোনি রানা গ্যাংয়ের অংশ ছিলেন। ঘটনার প্রেক্ষিতে হরিয়ানা সরকার ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে।  

খুন ও অবৈধ জুলুম সহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে ভোহরাকে খুঁজছিল পুলিশ। সম্প্রতি ১৪ জুন কুরুক্ষেত্রের এক মদ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে ভোহরা। যমুনানগরে সংঘটিত একটি ট্রিপল মার্ডার মামলায়ও ভোরাকে খুঁজছিল পুলিশ। হরিয়ানা পুলিশের কাছ থেকে সীমান্তবর্তী এলাকায় ভোহরার উপস্থিতির খবর পায় পুলিশ। পরে ২৩ জুন এবং ২৪ জুন মধ্যরাতে দিল্লি পুলিশ একটি যৌথ অভিযান চালায়।

মধ্য রাতে গুলি চালাচালিতে ভোহরা ও দুই বিশেষ সেল অফিসার আহত হয়েছেন। গুলিবিদ্ধ অফিসারদের তৎক্ষণাৎ  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার আরও তদন্ত চলছে।