আজকাল ওয়েবডেস্ক: দিল্লি সরকারের ভোলবদল। ১০ বছরের সমস্ত পেট্রল এবং ডিজেল গাড়িকে আর জ্বালানি দেওয়া হবে না। এবিষয়ে একটি অর্ডার ইতিমধ্যে জারি করা হয়েছে। শুধু দিল্লি নয়, দিল্লি সংলগ্ন ৫ টি জেলাতেও এই নির্দেশিকা বহাল থাকবে।


মঙ্গলবার একটি বিশেষ বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বর মাস থেকে দিল্লিতে চলা সমস্ত ১০ বছরের গাড়ি আর জ্বালানি পাবে না। এই বিষয়টি নিয়ে কয়েকদিন আগেই একটি রিভিউ করার আবেদন করা হয়েছিল। সেবারে কিছুদিন সময় নেওয়ার কথা বলা হয়েছিল। 


জুলাই মাস থেকেই দিল্লি সরকার একটি পরিবেশ দূষণ নিয়ে সচেতনতা শুরু করেছিল। দিল্লিতে যেভাবে দূষণের করাল গ্রাস রয়েছে সেখানে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণে মরিয়া ছিল দিল্লির নতুন সরকার। এরপরই দিল্লির সরকার সিদ্ধান্ত নেয় ১০ বছরের ডিজেল গাড়ি এবং ১৫ বছরের পেট্রোল গাড়িকে আর জ্বালানি দেওয়া হবে না। কোনও পেট্রল পাম্প এদেরকে আর জ্বালানি বিক্রি করবে না।


এই কাজে নজরদারির জন্য প্রতিটি পেট্রল পাম্পে থাকবে অটোমেটেড ক্যামেরা। দিল্লি ট্রাফিক পুলিশ এবিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। যদি নির্দেশ অমান্য করা হয় তাহলে সেখানে জরিমানা হবে বলেও খবর মিলেছে। 


এই খবর সামনে আসতেই প্রতিবাদের ঝড় ওঠে। চাপে পড়ে দিল্লির সরকার এই নিয়ম আপাতত তুলে নেন। দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেন, পুরনো গাড়ি নিয়ে তারা নতুন কিছু চিন্তাভাবনা করছেন।


বিষয়টিতে হস্তক্ষেপ করেন দিল্লির লেফটেল্যান্ট গভর্নর ভি কে স্যাক্সেনা। তিনি জানান, এর সঙ্গে বহু মানুষের রোজগার জড়িত রয়েছে। তাই এখনই এত কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে একটি চিঠি লিখে এবিষয়ে জানান। এবার এই সিদ্ধান্ত নিয়ে দিল্লিতে কোন নতুন ঝড় উঠবে তার দিকে তাকিয়ে রয়েছে সকলে। এত সহজে এর মিটমাট হবে বলে মনে করছেন না কেউই।