আজকাল ওয়েবডেস্ক: ২০২৫-এ দিল্লি বিধানসভা নির্বাচন। ২০২৪ শেষের মুখে দাঁড়িয়ে তৎপর সব রাজনৈতিক দল। শাসক দল আপ প্রার্থী তালিকা প্রকাশ শেষ করে এখন ঝড় তুলছে প্রচারে। ফের আরও এক দফায় ভোট জিতলে, সাধারণের জন্য কী করবেন, কোন নয়া প্রকল্প আনবেন।
সেসবের মাঝেই বুধবার দিল্লির শাসক দল, আপ জানাল, আগামী দফায় ফের তারা ভোট জিতলে, সেখানকার ৬০, বা ষাটোর্দ্ধ সকলের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবে। এই ঘোষণা বুধবার করেন খোদ কেজরিওয়াল। তিনি বলেন দিল্লির সাধারণের যত্ন নেওয়া, খেয়াল রাখা তাঁদের কর্তব্য। জানা যাচ্ছে, এই নয়া প্রকল্পের নাম ভাবা হয়েছে ‘সঞ্জীবনী যোজনা‘। আপ ২০২৫ বিধানসভা নির্বাচন জিতলেই, এই প্রকল্পের আওতায় দিল্লির সরকারি এবং বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন প্রবীণরা, তেমনটাই জানিয়েছে দল। এর আগে আপ ফের ভোট জিতলে, মহিলাদের বিশেষ প্রকল্পের সহায়তা দেবে বলেও জানিয়েছিল।
উল্লেখ্য, ১৫ ডিসেম্বর চতুর্থ প্রার্থী তালিকা ঘোষোনা করে আপ। ওই তালিকায় জানা গিয়েছিল, খোদ আপ সুপ্রিমো ভোট লড়বেন নয়া দিল্লি থেকে। এর আগেও ওই কেন্দ্র থেকেই নির্বাচন লড়েছেন তিনি। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী ভোট লড়বেন কলকাজি থেকে। গ্রেটার কৈলাশ থেকে ভোট লড়বেন সৌরভ ভরদ্বাজ, রাজিন্দর নগর থেকে দুর্গেশ পাঠক, মালব্য নগর থেকে সোমনাথ ভারতী।। ইতিমধ্যে ৭০ আসনের প্রার্থী ঘোষণা করেছে আপ। চলছে জোর কদমে প্রচার।
