আজকাল ওয়েবডেস্ক: দিল্লি বিধানসভা ভোট ৫ ফেব্রুয়ারি। তার আগে নির্বাচনে লড়তে চলেছে যে দলগুলি, দিল্লির সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি রেখেছে। অর্থাৎ ওই দলগুলি এই বিধানসভা নির্বাচন জিতে ক্ষমতায় ফিরলে, দিল্লির মানুষের জন্য এই সুবিধাগুলি চালু করবেন।

দিল্লির বর্তমান শাসকদল তাদের নির্বাচনী ইশতিহারে বড় ঘোষণা করেছে। সোমবার কেজরিওয়ালের দল ঘোষণা করে, দিল্লির এই নির্বাচন জিতে তারা ফিরলে, শহরের পাবলিক বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন সাধারণ মানুষ। পড়ুয়ারা মেট্রোয় যাতায়াত করতে পারবেন অর্ধেক ভাড়ায়। অরবিন্দ কেজরিওয়াল এদিন ১৫টি প্রতিশ্রুতির উল্লেখ করেছেন। এই ১৫ প্রতিশ্রুতির তালিকায় রয়েছে, দলের তরফ থেকে আগে বলা প্রতিশ্রুতিগুলিও।

উল্লেখ্য, এর আগেই আপ জানিয়েছিল আগামী দফায় ফের তারা ভোট জিতলে, সেখানকার ৬০, বা ষাটোর্দ্ধ সকলের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবে। এই ঘোষণা বুধবার করেন খোদ কেজরিওয়াল। তিনি বলেন দিল্লির সাধারণের যত্ন নেওয়া, খেয়াল রাখা তাঁদের কর্তব্য। জানা যাচ্ছে, এই নয়া প্রকল্পের নাম ভাবা হয়েছে ‘সঞ্জীবনী যোজনা‘। আপ ২০২৫ বিধানসভা নির্বাচন জিতলেই, এই প্রকল্পের আওতায় দিল্লির সরকারি এবং বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন প্রবীণরা, তেমনটাই জানিয়েছে দল।  এর আগে আপ ফের ভোট জিতলে, মহিলাদের বিশেষ প্রকল্পের সহায়তা দেবে বলেও জানিয়েছিল। প্রতি মাসে সুবিধাভোগী মহিলাদের মিলবে ২১০০টাকা নগদ। 

এদিন কেজরিওয়াল বলেন, আপ ফের ক্ষমতায় ফিরলে, যমুনার পরিচ্ছন্নতা নিশ্চিত করবে, সমস্ত বাড়ির জন্য ২৪ ঘন্টা পানীয় জল সরবরাহ করবে, এবং দিল্লির সব রাস্তাঘাট উন্নত করবে।