আজকাল ওয়েবডেস্ক: হঠাৎই শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লি এইমসে। সেখান থেকে তাঁর আর বাড়ি ফেরা হল না। ৯২ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসপাতালের তরফে জানানো হয়, রাত ৯.৫১ নাগাদ প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমসে। জরুরি বিভাগে ভর্তি করা হয় মনমোহন সিংকে। তাঁর শারীরিক অবস্থা বেশ গুরুতর বলেই জানা যায়। তবে ঠিক কী ধরনের অসুস্থতা, সে সম্পর্কে কিছু জানা যায়নি হাসপাতালের তরফে। হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়েই দিল্লির পথে কংগ্রেস নেতারা। কিন্তু বাঁচানো গেল না ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

 

হাসপাতালের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘গভীর শোকের সঙ্গে জানানো হচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং প্রয়াত হয়েছেন। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২০২৪ সালের ২৬ ডিসেম্বর বাড়িতে তিনি হঠাৎ জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে ঘরেই চিকিৎসা শুরু করা হয়। এরপর তাঁকে রাত ৮টা বেজে ৬ মিনিটে দিল্লি এইমসের মেডিক্যাল ইমার্জেন্সি বিভাগে আনা হয়। সব প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাত ৯টা ৫১ মিনিটে তাঁর মৃত্যু হয়’। উল্লেখ্য, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ডঃ মনমোহন সিং। ২০০৪ সালের ৯ মে ও ২০০৯ সালের ২২ মে, পরপর দু'বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন।

?ref_src=twsrc%5Etfw">December 26, 2024

 

এই বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নেন তিনি। ১৯৯৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন। বিরোধী দলের নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন। ৩৩ বছর আগে, ১৯৯১ সালে, ডঃ মনমোহন সিং রাজ্যসভার সদস্য মনোমিত হন। সেই থেকেই তাঁর রাজনৈতিক ইনিংসের শুরু। এর চার মাসের মাথায় বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ পিভি নরসিমা রাও সরকারের অধীনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন। অসাধারণ মেধাবী মনমোহন সিং অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিলেন। এরপর তিনি কেমব্রিজে চলে যান এবং অবশেষে অক্সফোর্ড থেকে ডি ফিল অর্জন করেন। ভারতে উদার অর্থনীতির জনক ডঃ মনমোহন সিং।