আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা (LoC) সংলগ্ন বালাকোট অঞ্চলে রবিবার সকালে আগুনের জেরে একাধিক ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়েছে। প্রশাসনিক সূত্র জানায়, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার সকাল প্রায় ১০টা নাগাদ শূন্য রেখার কাছাকাছি বালাকোট অরণ্যে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়তেই অ্যান্টি-ইনফিলট্রেশন বাধা ব্যবস্থার অংশ হিসেবে বসানো কমপক্ষে ছয়টি ল্যান্ডমাইন তীব্র তাপমাত্রার কারণে বিস্ফোরিত হয়।
এলওসি-র কাছাকাছি অঞ্চলগুলি সেনার কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে মাইনফিল্ডে পরিণত করা থাকে, যাতে জঙ্গি অনুপ্রবেশ রোখা যায়। আগুনের তাপে ল্যান্ডমাইন সক্রিয় হয়ে বিস্ফোরণ ঘটে বলে কর্মকর্তাদের ব্যাখ্যা।
বিকেল পর্যন্ত আগুন জ্বলছিল, এবং সেনা ও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা জারি রেখেছে। পরিস্থিতির ওপর নজরদারি বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এদিকে স্থানীয় পুলিশ ও সেনা সূত্র জানিয়েছে, ঘটনাস্থলের কাছাকাছি কোনও জনবসতি নেই, ফলে মানুষের প্রাণহানির সম্ভাবনা কম। তবে এলাকায় সেনার চলাচল সাময়িকভাবে সীমিত করা হয়েছে।
আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, তবে গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহের কারণে এই ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যায় বলে কর্মকর্তাদের মত।
