আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড চলন্ত বাসে। ঘুমন্ত অবস্থাতেই আগুনে ঝলসে প্রাণ গেল পাঁচজনের। আহত হয়েছেন আরও একাধিক যাত্রী। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। পুলিশ জানিয়েছে, বাসটি বিহারের বেগুসরাই থেকে নয়া দিল্লির দিকে যাচ্ছিল। বাসটিতে ৮০ জন যাত্রী ছিলেন। এদিন সকালে লখনউয়ের কিষান পথে বাসটিতে দাউদাউ আগুন জ্বলে ওঠে। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন ও পুলিশ বাহিনী।
স্থানীয়রা জানিয়েছেন, সেই সময় বাসে প্রায় সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পর অনেকেই পালাতে পারলেও, কয়েকজন আটকে পড়েন। অভিযোগ, বাসের দরজা আর খোলেনি সেই সময়। বাসের মধ্যে আটকে, ঝলসে যান পাঁচজন। পরে ঘটনাস্থল এসে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
মৃতদের মধ্যে দু'জন শিশু, দু'জন মহিলা ও একজন পুরুষ ছিলেন। স্থানীয়রা এও জানিয়েছেন, কয়েক কিলোমিটার দূর থেকে আগুনে শিখা দেখা গিয়েছে। দমকল সূত্রে জানা গেছে, শর্ট সার্কিট থেকে বাসে আগুন লেগেছে।
