আজকাল ওয়েবডেস্ক: জয়পুরের করনি বিহারের জগদম্বা নগরের একটি ফ্ল্যাটে হানা দিয়ে পুলিশ NEET UG 2025 পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া ভুয়ো পরীক্ষার্থী দিয়ে পরীক্ষায় বসানোর চক্র চালাচ্ছিল। অভিযুক্তদের কাছ থেকে নকল প্রবেশপত্র, ব্লুটুথ ডিভাইস, চারটি সিম কার্ড, মোবাইল ফোন ও ৫০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি স্করপিও গাড়ি আটক করা হয়েছে।

ধৃতদের মধ্যে রয়েছেন অজিত কুমার বরালা, সোহনলাল চৌধুরি এবং জিতেন্দ্র শর্মা। পুলিশ জানিয়েছে, এরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ছবি বিকৃত করে নকল অ্যাডমিট কার্ড তৈরি করেছিল।

জিতেন্দ্র, একজন প্রথম বর্ষের MBBS ছাত্র, রোহিত গোরার জায়গায় পরীক্ষায় বসার কথা ছিল। পরে রোহিত গোরা ও অপর এক প্রার্থীর, সঞ্জয় চৌধুরীর, জড়িত থাকার প্রমাণ মেলায় তাঁদেরও গ্রেপ্তার করা হয়েছে।

সোহন ও অজিত জাতীয় আয়ুর্বেদ ইনস্টিটিউটের পিজি ছাত্র, এবং দ্রুত টাকা ও বিলাসবহুল জীবনের লোভে এই জালিয়াতির পথ বেছে নিয়েছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে।