নিতাই দে, আগরতলা: বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে মাছ এখনও আসছে রাজ্যে। খোলা রয়েছে আইসিপি গুলো আমদানি রপ্তানির জন্য। উল্লেখ্য বাংলাদেশের রাজনীতিতে পট পরিবর্তন হলেও ত্রিপুরাতে এখনও পর্যন্ত আমদানি রপ্তানির ক্ষেত্রে তার কোন প্রভাব পড়েনি। বাংলাদেশ থেকে এখনও মাছ আমদানি রয়েছে রাজ্যে। এরই মধ্যে রাজ্যের মৎস্য দপ্তরের আরও কীভাবে উন্নয়ন করা যায় এবং মৎস্য চাষ কীভাবে আরও বাড়িয়ে রাজ্যে যে মাছের ঘাটতি রয়েছে তা পূরণ করা যায়, সেই বিষয়টি সামনে রেখে দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক হয়।

বৈঠকের আগে মৎস্য মন্ত্রী সুধাংশু দাস জানান, ভারত এবং বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি এখনও চালু রয়েছে। বাংলাদেশ দিয়ে প্রতিনিয়ত মাছ আমদানি করা হচ্ছে রাজ্যে। তবে মন্ত্রী জানান, রাজ্যে এখনও মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী প্রায় ৩০ থেকে ৩১ হাজার মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে। সেই মাছের ঘাটতি পূরণ করতে পশ্চিমবঙ্গ, অন্ধপ্রদেশ এবং বাংলাদেশ থেকে মাছ আনা হচ্ছে। মাছ চাষ কীভাবে আরও বাড়ানো যায় সেই বিষয় নিয়েই মৎস্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী।