আজকাল ওয়েবডেস্ক : ডিজিটাল যুগেও নিজের কাজ আরামে করে চলেছে এটিএম। এর প্রধান কারণ হল বাজারে নগদ টাকার লেনদেন। যদি বাজারে গিয়ে সাধারণ মানুষের হাতে খুচরো টাকা না থাকে তাহলে সে কীভাবে তার নিত্যদিনের কাজ চালাবে। তাই বারে বারে এটিএমকে হ্যাক করে বা সেখান থেকে টাকা বের করে নিয়ে বারবার অপরাধীরা নিজেদের কাজ করছে। 


যদি আপনি কোনও এটিএমে গিয়ে টাকা তোলেন তাহলে একেবারে তাড়াহুড়ো করবেন না। কয়েকটি সাধারণ পদক্ষেপ রয়েছে সেগুলি যদি একটু মেনে চলতে পারেন তাহলেই দেখবেন নিজের টাকাকে সুরক্ষিত রাখতে পারবেন। যদি কেউ আপনার এটিএমের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে চায় তাহলেও সেখান থেকে সে তা করতে পারবে না।


যখনই আপনি নিজের এটিএম থেকে টাকা তুলবেন তারপর মনে করে এটিএম মেশিনের কিবোর্ডে থাকা ক্যান্সেল বোতাল অতি অবশ্যই টিপবেন। তাহলে দেখবেন সেই এটিএম তখনই নিজের স্ট্যান্ড বাই মোডে চলে গিয়েছে। যদি প্রতিবার এটিএম থেকে টাকা তোলার পর এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন আপনার টাকা কখনই অন্য কেউ হাতিয়ে নিতে পারবে না।

 


যারা এটিএম থেকে টাকা তুলে নিতে চায় তাদের প্রধান টার্গেট থাকে আপনার অ্যাকাউন্টের কাজটি শেষ করতে না দেওয়া। সেখানে যদি কেউ আপনাকে বেশি তাড়া দেয় তাহলে জানবেন সেই ব্যক্তির কোনও অসৎ মনোভাব রয়েছে। তখনই আপনি বাড়তি সতর্ক হয়ে যাবেন। এর পাশাপাশি সর্বদা মনে রাখবেন যখন আপনি এটিএম থেকে টাকা তুলবেন তখন যেন কোনও অজানা ব্যক্তি আপনার পিছনে এসে না দাঁড়ায়। সেখানেও আপনার পাসওয়ার্ড খোয়া যাওয়ার সম্ভাবনা থাকে।

 


মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যারা কাজ করে থাকেন তাদের কাছে এর ঝুঁকি বেশ কম থাকে। তবে যারা এটিএম ব্যবহার করেন তারা খেয়াল করবেন প্রতিবার এটিএম থেকে টাকা তোলার পর যেন আপনার কাজের প্রিন্ট আউট বের করে নেবেন। যেখানে সেই সুবিধা থাকবে না সেখানে আরও বেশি সতর্ক হয়ে থাকতে হবে।