আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেসের সদর দপ্তর থেকে বেরোল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ। শেষকৃত্যের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষশ্রদ্ধা জানানো হবে তাঁকে। ডঃ মনমোহন সিংয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জিও। এদিন সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ নিয়ে আসা হয় দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান কংগ্রেসের শীর্ষ নেতারা। স্বামীকে শ্রদ্ধা জানাতে কংগ্রেসের সদর দপ্তরে আসেন গুরশরণ কৌর। সঙ্গে ছিলেন মেয়ে দমন সিংও।

 

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষযাত্রায় অংশ নিতে দিল্লির রাস্তায় মানুষের ঢল। শেষযাত্রায় যাতে কোনও রকম অসুবিধা না হয় সে কারণে ট্র্যাফিক সংক্রান্ত বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, রাজারাম কোহলি মার্গ, রাজঘাট রেড লাইট, সিগনেচার ব্রিজ, এবং যুধিষ্ঠির সেতু থেকে ট্রাফিক সরিয়ে দেওয়া হয়েছে।

 

রিং রোড, নিশাদ রাজ মার্গ, বুলেভার্ড রোড, এসপিএম মার্গ, লোথিয়ান রোড, নেতাজি সুভাষ মার্গ এবং সংলগ্ন এলাকাগুলিতে সন্ধ্যা সাতটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আমজনতাকে পরামর্শ দেওয়া হয়েছে এই রাস্তাগুলি এড়িয়ে চলার। জানানো হয়েছে, পুরনো দিল্লি রেলওয়ে স্টেশন, আইএসবিটি, লালকেল্লা, চাঁদনী চক এবং তিস হাজারি কোর্টের রাস্তায় অতিরিক্ত ট্রাফিক থাকার সম্ভাবনা। ফলে, মানুষ যেন অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোন। যানজট কমানোর জন্য আমজনতাকে অনুরোধ জানানো হয়েছে গণপরিবহণ ব্যবহার করার জন্য।