আজকাল ওয়েবডেস্ক: নিজের কোটি কোটি কাস্টমারের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে ফেডেরাল ব্যাঙ্ক। ফিক্সড ডিপোজিট নিয়ে তারা বিশেষ সুদের হার ঘোষণা করেছে। ৩ কোটি টাকার নিচে এই অফার চালু করা হয়েছে। ২০২৪ সালের ১৬ ডিসেম্বর থেকে এই অফার শুরু করেছে ফেডেরাল ব্যাঙ্ক।
জেনারাল সিটিজেনদের জন্য সুদের হার করা হয়েছে ৩ থেকে ৭.৪ শতাংশ করে। সাত দিন থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত এই সুদের হার পাবেন এর গ্রাহকরা। এখানে সর্বোচ্চ সুদের হার রয়েছে ৭.৪ শতাংশ করে। এর সময়সীমা রয়েছে ৭৭৭ দিন। যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের জন্য সুদের হার রয়েছে ৩.৫ থেকে শুরু করে ৭.৯ শতাংশ করে।
সিনিয়র সিটিজেনরা ফিক্সড ডিপোজিট করতে পারেন ৭৭৭ দিন এবং ৫০ মাসের জন্য। ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার রয়েছে ৭.৮৫ শতাংশ করে। তাই যারা মনে করছেন অল্প সময়ের মধ্যে বেশি সুদ নিজের ঘরে নিয়ে যাবেন তারা এখানে নিজের ফিক্সড ডিপোজিট করতে পারেন। আর যদি আগে থেকেই এই ব্যাঙ্কে নিজের অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাঙ্ক গিয়ে সমস্ত তথ্য ভাল করে যাচাই করে নিন।
যদি মনে করেন নিজের টাকা এখানে বিনিয়োগ করবেন তাহলেই এখানে টাকা বিনিয়োগ করুন। নতুন বছর দুয়ারে কড়া নাড়ছে। তার যদি মনে করেন নিজের টাকা সঠিকভাবে বিনিয়োগ করবেন তারা এই ব্যাঙ্কে গিয়ে ফিক্সড ডিপোজিটে টাকা বিনিয়োগ করতেই পারেন। তাতে ব্যাঙ্কের সুরক্ষার পাশাপাশি আপনার ঘরে ঢুকবে লাভের লক্ষ্মী।
