আজকাল ওয়েবডেস্ক : ফিক্সড ডিপোজিট হল দেশের প্রতিটি মানুষের ভরসা। বিশেষ করে বিভিন্ন ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট যে সুদ দেয় তাতে অনেক উপকৃত হন সাধারণ মানুষ। দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট নিয়ে তাদের সুদের হার পরিবর্তন করেছে। একনজরে জেনে নিন সেগুলি। 

 

চলতি বছরের ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই বিশেষ স্কিম। ভারতের প্রতিটি শাখাতেই এই অফার পাওয়া যাবে। তবে শুধু ভারতীয়রাই নয় এনআরই এবং এনআরও-দের মধ্যেও এই অফারটি থাকছে। কলেবেল টার্ম ডিপোজিটকে আপনি ম্যাচুরিটি হওয়ার আগেই তুলতে পারবেন। অন্যদিকে নন কলেবল ডিপোজিট শুধুমাত্র মেয়াদ শেষ হলেই তুলতে পারবেন। কলেবল ডিপোজিটের ক্ষেত্রে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৬৫ বেসিস পয়েন্টও দেবে। ফলে সুদের হার পরে বেড়ে হবে ৭.৪৫ শতাংশ।

 

সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৯৫ শতাংশ সুদ। সিনিয়র সিটিজেন যাদের বয়স ৬০ থেকে ৮০ বছরের মধ্যে তারা এখান থেকে ৭.৮০ শতাংশ সুদ পাবেন। নন কলেবল ডিপোজিটের ক্ষেত্রে যেখানে মিনিমাম বিনিয়োগ হবে ১ কোটি টাকা সেখানে ব্যাঙ্ক সুপার সিনিয়র সিটিজেনদের ৮.১০ শতাংশ হারে সুদ দেবে। তাহলে আর দেরী না করে দেশের অন্যতম সেরা এই ব্যাঙ্কে বিনিয়োগ করতে পারেন।